শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আসিফ ইকবাল

একটি নয়, তিন তিনটি গোলই বিশ^মানের। সবগুলোই আজীবন রয়ে যাবে ফুটবলপ্রেমীদের মনের কোঠায়। বিশেষ করে বদলি খেলোয়াড় মতিন মিয়ার গোলটি আবার পেছনে ফেলেছে ব্রাজিলের মার্কোস ভিনিসিয়াস ও নাইজেরিয়ার রাফায়েল ওডোইনকে। দুই বিদেশির গোল দুটিও ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। কিন্তু মূল্যমান বিচারে মতিনের গোলটি অমূল্য! ‘সুপার সাব’ মতিনের গোলেই স্বাধীনতা কাপের শিরোপা  জিতেছে বসুন্ধরা কিংস। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ২-১ গোলে ম্যাচ জিতে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টটি জিতে বছর শেষ করেছে। বিপরীতে রানার্স আপেই সন্তুষ্ট হয়ে থাকতে হচ্ছে শেখ রাসেলকে। বসুন্ধরা কিংস এবারই প্রথম খেলছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ শিখরে। প্রথম আসরেই দুই দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলে ইতিহাস গড়েছে দলটি। ফেডারেশন কাপের শিরোপা জিততে না পারলেও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে নতুন রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। শেখ রাসেল এবার নিয়ে তিনবার স্বাধীনতা কাপের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে একবার, ২০১৩ সালে। এবার ও ২০১১ সালে রানার্স আপ হয়েছিল দলটি। বসুন্ধরা কিংস কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের কঠিন হার্ডল টপকেছিল ট্রাইব্রেকারে। বসুন্ধরাকে প্রায় একাই ফাইনালে টেনে তুলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো স্বপ্নের ফুটবল খেলে। গতকাল ফাইনালেও ১২০ মিনিট হাড্ডাহাড্ডি ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হয় দলটি। এবার দলের নায়ক মতিন মিয়া। ৯৫ মিনিটে ঠা-া মাথায় বাঁকানো শটে তিনি যে গোলটি করেন, তা অতুলনীয়। ১৬ মিনিটে দলটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়াস দ্য কষ্টা ২৫ মিটার দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে যে গোলটি করেন, সেটা ছিল অবিশ্বাস্য। ৪৩ মিনিটে শেখ রাসেলের সমতাসূচক গোলটিও ছিল চোখ ধাঁধানো। নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েল ওডোইন ডান পায়ের প্লেসিং শটে যে গোলটি করেছেন, সেটা ঝাঁপিয়ে পরেও রক্ষা করতে পারেননি জিকো।

শিরোপা জিতে দারুণ উচ্ছ্বসিত কোচ অস্কার ব্রুজোন। স্প্যানিশ কোচ দায়িত্ব নিয়েই প্রথম মৌসুমে দুই দুটি টুর্নামেন্টের ফাইনালে টেনে তুলেন বসুন্ধরা কিংসকে। প্রথম আসরে আবাহনীর কাছে হেরে রানার্স আপে সন্তুষ্ট হয়ে থাকতে হয়েছে। স্বাধীনতা কাপ তার দ্বিতীয় টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হয়ে দারুণ উচ্ছ্বসিত, ‘চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে। আমাদের দল দারুণ ফুটবল খেলেই চ্যাম্পিয়ন হয়েছে। এখন আমাদের টার্গেট লিগ।’

সর্বশেষ খবর