শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মাহবুব তালুকদারের চার বার্তা

নিজস্ব প্রতিবেদক

মাহবুব তালুকদারের চার বার্তা

ভোটের মাঠে সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘অনভিপ্রেত আচরণ’ না করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সবার উদ্দেশে তিনি চারটি বার্তা দিয়েছেন। গতকাল এক লিখিত বার্তায় তিনি বলেছেন, ভোটে যারাই জয়ী হোক, দেশের মানুষ যেন পরাজিত না হয়। জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। স্বাধীনতার ৪৭ বছর পর একটি সহিংসতামুক্ত পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন না করতে পারলে এই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ৩০ লাখ শহীদের আত্মত্যাগ বৃথা যাবে। আমরা তা হতে দিতে পারি না। ভোটের তিন দিন আগে প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ‘আমার বার্তা’ নামে এ বিবৃতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের কক্ষে বসে লিখিত বার্তাটি পড়ে শোনালেও সাংবাদিকদের কাছ থেকে কোনো ধরনের প্রশ্ন নিতে রাজি হননি। তিনি বলেন, নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলে হয় না, নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ’ হতে হয়। নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না। নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুন, দেশের মানুষ যেন পরাজিত না হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, অতি উৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ করবেন না। আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। প্রত্যেকের প্রতি সমআচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন আপনাদের কর্তব্য। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন। নিজেদেও পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন।

আর রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জাতির ক্রান্ত্রিকালে আপনারা এক ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। বিবেক সমুন্নত রেখে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করুন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণে আপনাদের অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। কোনো কলুষিত নির্বাচনের দায় জাতি বহন করতে পারে না। লিখিত বিবৃতি ভোটারদের ‘নির্ভয়ে’ কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন মাহবুব তালুকদার।

সর্বশেষ খবর