শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চাই উৎসবমুখর পরিবেশ

নাগরিক দায়িত্ববোধে ভোট দিতে হবে

সেলিনা হোসেন

জয়শ্রী ভাদুড়ী

নাগরিক দায়িত্ববোধে ভোট দিতে হবে

বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, সবাই যেন নিরাপদে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে, সেটাই আমার প্রত্যাশা। সুস্থ সুন্দর পরিবেশে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দিতে হবে। শুধু অন্যের কাঁধে দায়িত্ব চাপালে হবে না, নাগরিকদেরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার সমুন্নত রাখার দায়িত্ব অন্যের ওপর দিলে চলবে না। গণতান্ত্রিক আচরণ চর্চা করতে অবশ্যই ভোট দিতে যেতে হবে। নারীদের ভোটাধিকার অর্জন এক দীর্ঘ আন্দোলনের ফল। নারী ভোটারদের প্রতি বিশেষভাবে আহ্বান থাকবে নিজের অধিকার ও দায়িত্ব পালন করে ভোট প্রদান করার। ভোট শুধু নির্বাচন কমিশনের দায়িত্ব নয়, ভোটারদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। তাই নির্বাচন কমিশনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।

সর্বশেষ খবর