শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চাই উৎসবমুখর পরিবেশ

শান্তিপূর্ণ পরিবেশের বিকল্প নেই

সৈয়দ আবুল মকসুদ

নিজস্ব প্রতিবেদক

শান্তিপূর্ণ পরিবেশের বিকল্প নেই

বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, নির্বাচনের দিন অবশ্যই শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। ভোটারদের মধ্যে অনেকেই অসুস্থ থাকতে পারেন। শুধু তাই নয়, ভোটারদের মধ্যে ১৮-২০ বছরের মানুষ যেমন রয়েছে তেমনি ৮০-৯০ বছরের বৃদ্ধ-বৃদ্ধাও রয়েছেন। তাদের কথা বিবেচনা করে অবশ্যই সৃশৃঙ্খল পরিবেশ রাখতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এই নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বে এই নির্বাচনের সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতার ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করছে। দেশের নাগরিককে বিষয়টি বিবেচনায় রাখতে হবে। নির্বাচনের পরিবেশের বিষয়টি নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের বিবেচনায় রাখতে হবে। নির্বাচনে প্রতিপক্ষ থাকবেই। প্রতিপক্ষ আছে বলেই নির্বাচন হচ্ছে। তা যদি না থাকত তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হতেন। মানুষ যেন তাদের পছন্দ মতো প্রার্থীকে প্রভাবমুক্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশের বিকল্প নেই।

সর্বশেষ খবর