শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চাই উৎসবমুখর পরিবেশ

ভোটাররা যেন বাধার মুখে না পড়েন

শারমিন মুর্শিদ

নিজস্ব প্রতিবেদক

ভোটাররা যেন বাধার মুখে না পড়েন

নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেছেন, ভোটারদের মধ্যে নিরাপদ বোধ তৈরি করতে হবে। তারা যেন নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যেতে পারেন এ পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্রে যেতে ভোটাররা যেন বাধাপ্রাপ্ত না হন। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভোটারদের কেউ যদি ভোটকেন্দ্রে গিয়ে দেখেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, তাহলে তিনি প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করে নিজের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ‘টেন্ডার’ ভোট দিতে পারবেন। এই ভোট গণনা না হলেও নির্বাচন কমিশনের কাছে তথ্যটি সংগৃহীত থাকবে। ভোটারদের কোনো ধরনের বাধা বা প্রভাবিত করার সুযোগ নেই। এ ধরনের অপচেষ্টা ভোটের পরিবেশ নষ্ট করে। রাস্তা এবং ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়াতে হবে। নির্বাচনের আগে যে ধরনের সহিংসতা দেখা যাচ্ছে এরকম অবস্থা যদি নির্বাচনকালীন পরিস্থিতিতে তৈরি হয় তা ভোটের সুষ্ঠুতা প্রশ্নবিদ্ধ করবে।

সর্বশেষ খবর