শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাকা থেকে সরে গিয়ে মহাজোটকে সমর্থন এরশাদের

নিজস্ব প্রতিবেদক

‘বোন শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন’ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা ১৭ আসনে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন। গতকাল বিকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে মহাজোটের বাইরে ১৪৬ আসনে জাতীয় পার্টির প্রার্থীদের প্রসঙ্গে বলেন, বিজয়ী হওয়ার মতো যারা প্রার্থী রয়েছেন তারা ভোট করবেন। তবে যেসব আসনে জাতীয় পার্টির প্রার্থী নেই সেখানে মহাজোটের প্রার্থীদের সমর্থন জানান এরশাদ। নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি সংষর্ঘ হচ্ছে এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, এটা আমাদের দেশের রীতিতে পরিণত হয়েছে। এটা নতুন কিছু নয়। এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন। পরে রাতে পত্রিকা অফিসে পাঠানো লিখিত বক্তব্যতে এরশাদ মহাজোটের বাইরে প্রার্থীদের সরে যেতেও বলেন। এরশাদ বলেন, ফারুক এসেছিলেন আমার বাসায় সমর্থনের জন্য। আমার শারীরিক অবস্থার কথা বিবেচনায় এনে আমি তাকে সমর্থন দিলাম। তবে এখন আমি আল্লাহর রহমত ও দেশবাসীর দোয়ায় পুরোপুরি সুস্থ আছি। এরশাদ বলেন, শেখ হাসিনা আমার বোন, আমি মহাজোটের সব প্রার্থীকে সমর্থন জানাচ্ছি। নির্বাচনের পরিবেশ সম্পর্কে বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট। নির্বাচন কমিশনের ভূমিকাও সন্তোষজনক। আশা করছি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। এরশাদ বলেন, রংপুরের মানুষ আমাকে অনেক ভালোবাসে। রংপুরবাসী রংপুর-৩ আসনটি আমাকে এবারও উপহার দেবে বলে আমি আশাবাদী। বিএনপি প্রসঙ্গে বলেন, বিএনপির সাংগঠনিক অবস্থা ভালো নয়। এর আগে ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান জাপা চেয়ারম্যান। চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন।

সর্বশেষ খবর