শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোট সফলে ১০ হাজার র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

ভোট সফলে ১০ হাজার র‌্যাব

র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে ১০ হাজার র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। স্থাপন করা হয়েছে ৫৭টি বিশেষ ক্যাম্প। সার্বক্ষণিক ৪টি হেলিকপ্টার প্রস্তুত থাকবে, যার মাধ্যমে যে কোনো প্রয়োজনে দেশের যে কোনো প্রান্তে পাঠানো হবে র‌্যাবের স্পেশাল ফোর্স। এর বাইরে সাইবার ওয়ার্ল্ডে ভুয়া সংবাদ ও গুজব ঠেকাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ফেসবুকে র‌্যাব-সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার নামে নতুন একটি পেজ খোলা হয়েছে। যেখান থেকে যে কোনো তথ্যের সত্যতা যাচাই করা যাবে সহজেই।

গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে নির্বাচন উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এলিট ফোর্স প্রধান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে এক বছর ধরেই র‌্যাব কাজ করছে জানিয়ে তিনি বলেন, এক বছর ধরেই অবৈধ অস্ত্র উদ্ধার ও জঙ্গি হুমকির আশঙ্কায় নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে নির্বাচনের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর