শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে ভারত

নয়াদিল্লি প্রতিনিধি

ভারত শেষপর্যন্ত বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে। ভারতের নির্বাচন কমিশন তিন পদস্থ অফিসারকে ভোটের আগে ঢাকা পাঠাবে। গতকাল ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং উপ-হাইকমিশনার রকিবুল হক ভারতের নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচন কমিশনের দফতরে গিয়ে বৈঠক করেন। আধ ঘণ্টার বেশি বৈঠক চলে।

এর আগে বাংলাদেশের নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষক পাঠানোর জন্য চিঠি দেয়। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তারা ইতিবাচকভাবে বিচার করছে। শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। তবে কোন স্তরের অফিসাররা যাবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের সাধারণ নির্বাচন ৩০ ডিসেম্বর। তার আগেই পর্যবেক্ষক দল যাবে। এই পর্যবেক্ষক দলটি কেবল ঢাকায় নয়, অন্যত্রও যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর