শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোটের দিন বিদেশগামীদের যাতায়াতে নিষেধাজ্ঞা শিথিল

প্রতিদিন ডেস্ক

ভোটের দিন সড়ক পথে যান চলাচল বন্ধ থাকলেও বিদেশগামীসহ প্রয়োজনীয় কাজে যাতায়াতে বিধিনিষেধ শিথিল থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোটের দিন (রবিবার) বাস বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার বিকালে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে স্থাপিত ভোট কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি। বিডিনিউজ

৩০ ডিসেম্বর ভোটগ্রহণ শুরুর আগে মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা সারা দেশে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিমানযাত্রীদের বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে সমস্যার বিষয়টি তুলে ধরা হলে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনকালে যানবাহন (সড়কে) চলাচলে বিধিনিষেধ থাকলেও বিদেশ যাওয়া-আসার ক্ষেত্রে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। তবে সে ক্ষেত্রে পাসপোর্ট, টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। এসব বিষয়ে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, আমাদের সন্দেহ শুধু একটাই। এ ধরনের বাহন ব্যবহার করে যাতে নির্বাচনে গোলযোগ সৃষ্টি না হয়। কোনো ভোটারের নিরাপত্তা ব্যাহত হলে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ হুমকি পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর