শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রার্থীদের খোঁজ খবর নিয়েছেন এরশাদ

শফিকুল ইসলাম সোহাগ

প্রার্থীদের খোঁজ খবর নিয়েছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রার্থীদের খোঁজ নিয়েছেন। গতকাল সারা দিন বারিধারার প্রেসিডেন্ট পার্কেই সময় কেটেছে সাবেক এই রাষ্ট্রপতির। দিনভর মহাজোটে জাতীয় পার্টির ২৬ এবং উন্মুক্ত ১৪৭ আসনের প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন এরশাদ। উন্মুক্ত আসনের শক্তিশালী প্রার্থীদের নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার কথা বলেছেন তিনি। পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বাংলাদেশ প্রতিদিনকে জানান, স্যার (এরশাদ) প্রেসিডেন্ট পার্কের বাসায় ছিলেন। কোথাও বের হননি। তবে জাতীয় পার্টির প্রার্থীদের খোঁজ নিয়েছেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলু জানান, স্যার এখন পুরোপুরি সুস্থ আছেন। একই কথা জানিয়েছেন পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার। জানা যায়, এইচ এম এরশাদ বিশেষ করে রংপুর-৩ আসনের নেতা-কর্মীদের সঙ্গে বেশি কথা বলেছেন। তিনি এই আসন থেকে ভোট করছেন।

 রংপুর ছাড়াও মহাজোটের অনেক প্রার্থীর সঙ্গে কথা বলেছেন তিনি। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠানকে সমর্থন জানিয়ে এ আসন থেকে সরে দাঁড়িয়েছেন এরশাদ। ২৬ ডিসেম্বর রাতে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন এইচ এম এরশাদ। তিনি ১০ ডিসেম্বর সিঙ্গাপুর যান। সঙ্গে ছিলেন জিয়াউদ্দিন বাবলু। সেখানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। ১৪ দিন পর তিনি দেশে ফেরেন। এইচ এম এরশাদের ঘনিষ্ঠ এক নেতা জানান, স্যার এতদিন রংপুরে যেতে পারেননি। এখন যাবেন। সেখানকার মানুষ স্যারের জন্য অপেক্ষা করছে। রংপুরবাসী এবারও রংপুর-৩ আসনটি মহাজোটকে উপহার দেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর