শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মাথাপিছু আয় ১৭০০ ডলার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মাথাপিছু আয় ১৭০০ ডলার

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে এখন মাথাপিছু আয় ১৭০০ ডলার, যা ১০ বছর আগে ছিল মাত্র ৫২০ ডলার। আগে মানুষ স্বপ্নেও ভাবতে পারেনি যে ১৫ মিনিটে শ্রীনগর থেকে ঢাকা যাবেন। চালের দাম বাড়লেও দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’ তিনি গত বৃহস্পতিবার বিকালে শ্রীনগর স্টেডিয়ামে আওয়ামী লীগ ও বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশে অনেক উন্নয়মূলক কাজ হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু নিজেদের অর্থায়নে বাস্তবায়িত হতে যাচ্ছে। ঢাকা-মাওয়া মহাসড়ক ৬ লেন উন্নীতকরণে দ্রুত কাজ চলছে। গত ১০টি বছর আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। বি চৌধুরী, মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরীর জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট মনোনীত প্রার্থী মাহী বি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার কবীর, অধ্যাপক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর