রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কেন্দ্র পাহারার নির্দেশ দুই দলের

বিএনপি-ঐক্যফ্রন্টের মনিটর তিন স্থানে

মাহমুদ আজহার

ভোটকেন্দ্র পাহারা দিতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপিপ্রধানের বার্তা এরই মধ্যে ৩০০ সংসদীয় আসনে নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোট পর্যবেক্ষণ করছেন। কোথাও কোনো সমস্যা হলে তিনি নিজেই সংশ্লিষ্ট নেতার সঙ্গে কথা বলছেন। কেন্দ্রীয়ভাবে দুই স্থান থেকে ভোট পর্যবেক্ষণ করা হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে একটি মনিটর সেল খোলা হয়েছে। সেখানে দেশি-বিদেশি সাংবাদিকরা উপস্থিত থাকবেন। এ ছাড়া দিনভর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভোট মনিটর করা হবে। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী ভোট মনিটর করবেন। এ ছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুরানা পল্টনে জামান টাওয়ারে ভোট পর্যবেক্ষণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রমতে, ভোট নিয়ে এরই মধ্যে বেগম খালেদা জিয়ার ১০ দফা বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি সংসদীয় আসনেও জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটগতভাবে ভোট মনিটর করা হবে। কোনো কেন্দ্রে অভিযোগ থাকলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। একইভাবে অভিযোগের একটি অনুলিপি নয়াপল্টনে ও গুলশান কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। তৃণমূল থেকে আসা অভিযোগ নিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল যাবে নির্বাচন কমিশনে। এ ছাড়া দিনভর ঘণ্টায় ঘণ্টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন রিজভী আহমেদ। এদিকে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে নেতাদের একটি অংশ ভোট মনিটর করবে। সেখানে বিদেশি সাংবাদিকদের বসার জন্যও ব্যবস্থা করা হয়েছে। নয়াপল্টন ও গুলশান দুই স্থানেই দেশি সাংবাদিকদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নিয়মিত নির্বাচন কমিশনে যোগাযোগ করবে। বড় কোনো সমস্যা হলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনও এতে যোগ দিতে পারেন। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নয়াপল্টন ও গুলশান কার্যালয় থেকে আমরা ভোট মনিটর করব। তবে সরকার যেভাবে হুমকি-ধমকি দিচ্ছে তাতে ভোট সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এর পরও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে আছি। বেগম জিয়া এরই মধ্যে সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।’ এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সেলের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম প্রধান বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টও পৃথকভাবে ভোট মনিটর করবে পুরানা পল্টনের জামান টাওয়ারের কার্যালয় থেকে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ভোট দিয়ে কার্যালয়ে আসবেন। এ ছাড়া ঐক্যফ্রন্টের মিডিয়া সেলের দায়িত্বে থাকা নেতারাও এতে অংশ নেবেন। কোথাও কোনো গোলযোগ হলে তাৎক্ষণিকভাবে আমরা সংবাদ সম্মেলন করে জাতিকে জানাব।’

সর্বশেষ খবর