রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিন

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিন

আজ সাধারণ মানুষ ভোটের মাঠে নামলে নির্বাচনের সব হিসাব বদলে যাবে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, জনগণ এই নির্বাচনে সচেতনভাবে ভোট দিলে সবই সম্ভব।  ইতিহাস এটাই বলে। তাই কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিন। আমরা জনগণকে সচেতন হতে বলব। মানুষের মধ্যে সচেতনভাবে ভোট দেওয়ার সেই সাহস জোগাতে চাই। গতকাল রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গণতান্ত্রিক বাম জোটের এই শীর্ষ নেতা বলেন, মুক্তিযুদ্ধে জনগণ যে স্বপ্ন দেখেছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। সিপিবি নির্বাচনে জিতলে দেশকে উন্নয়নের সঠিক ধারায় এগিয়ে নেব। উন্নয়নের হার ও গতি বৃদ্ধি করব। সেই উন্নয়নে লুটপাটের কোনো সুযোগ থাকবে না এবং উন্নয়নের ফসল সমতার ভিত্তিতে সমস্ত জনগণের মধ্যে বিতরণ করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে এবং সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক তৎপরতা বিপুলভাবে বাড়ানো হবে। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এই বিকল্প রাজনৈতিক কর্মসূচি ও প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে সিপিবি বদ্ধপরিকর। সেই লক্ষ্যে এগিয়ে যেতে ‘কাস্তে’ মার্কায় সিপিবির প্রার্থীদের এবং ‘মই’ ও ‘কোদাল’ মার্কায় বাম জোটের অন্য প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করুন। আমরা জিতলে ঘুষ-দুর্নীতি, লুটপাট, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, মাস্তানি ইত্যাদির বিরুদ্ধে কঠোর ও সর্বাত্মক অভিযান সফল করা হবে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকা-, ব্যাংক লুট, বিদেশে অর্থ পাচারসহ অপরাধসমূহ কঠোরভাবে দমন করা হবে।

সর্বশেষ খবর