সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রত্যাশা গণতান্ত্রিক অধিকার সুরক্ষার

নিজস্ব প্রতিবেদক

প্রত্যাশা গণতান্ত্রিক অধিকার সুরক্ষার

সেলিনা হোসেন

কথাসাহিত্যক সেলিনা হোসেন বলেন, নির্বাচনের পর নবগঠিত সরকারের কাছে প্রত্যাশা থাকবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার যেন সুরক্ষিত থাকে। মুক্তিযুদ্ধের চেতনায় যেন আঁচড় না লাগে। আগামী প্রজন্মের হাতে এমন বাংলাদেশ তুলে দেওয়ার প্রত্যাশা রাখি।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারতচন্দ্র রায়গুণাকর তার অন্নদামঙ্গল কাব্যে বলেছিলেন, ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’। আমিও তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই সমৃদ্ধির ধারাবাহিকতায় এগিয়ে নিতে হবে আমাদের নতুন প্রজন্মকে। তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের এবং সরকারের।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমি ঢাকা-১৩ আসনে ইভিএম মেশিনে ভোট দিয়েছি। সেখানে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে সুন্দর আগামীর প্রত্যাশায় ভোট দিয়েছি।

সর্বশেষ খবর