সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিদায় ২০১৮

বিশেষ প্রতিনিধি

মহাকালের পরিক্রমায় হারিয়ে গেল আরও একটি বছর। আজ বহুল আলোচিত ২০১৮ সালের শেষ দিন। জগতের চিরন্তন নিয়মে বছরটি আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে। নানা ঘটনা-দুর্ঘটনা, অর্জন-বিসর্জনের মধ্য দিয়ে আমরা অতিক্রম করলাম বছরটি। পুরনো বছরকে একটু হিসাব-নিকাশের নিক্তিতে চড়িয়ে দেখার মধ্যদিয়ে বিদায় দেওয়া, নতুন বছরে আরও সাফল্য ও অর্জনের আশাবাদ ব্যক্ত করার ধারা অনেককাল ধরেই চলে আসছে। বছরের শুরুতে ১১ মার্চ নেপালের ত্রিভুবন বিমান বন্দরে বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। বাংলাদেশের আকাশ পরিবহনের ইতিহাসে এই ঘটনা ছিল অত্যন্ত মর্মান্তিক। ১১ মে আমরা মহাকাশে পাঠিয়েছি বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের হাত ধরে বাংলাদেশের মহাকাশ যাত্রা শুরু হলো। এ বছরের দুটি আলোচিত ঘটনা কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন। এপ্রিলের প্রথম সপ্তাহে কোটা সংস্কার আন্দোলনে অচল হয়ে পড়ে সারা দেশ। এরপর রাজধানীর একটি স্কুলের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার জের ধরে আগস্টের প্রথম সপ্তাহ জুড়ে চলে নিরাপদ সড়ক আন্দোলন। এই আন্দোলনও ব্যাপক সাড়া জাগায়। এ বছরই আমরা হারিয়েছি বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারকে। আমাদের ছেড়ে গেছেন সাহিত্যিক শওকত আলী, শিক্ষাবিদ মুস্তাফা নূর উল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, কবি বেলাল চৌধুরী, সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু, বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনসহ অনেকে।  মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে বছরের অধিকাংশ সময়ই নানামুখি কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশকে। আগের বছরের শেষ দিকে শরণার্থীর ঢল নামা কক্সবাজারের বিস্তীর্ণ অঞ্চলে তাদের ঠাঁই দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ।     

১১ জুন রাঙামাটিতে পাহাড়ধসে ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। বছরের আরও একটি আলোচিত ঘটনা ছিল বজ্রপাতে মৃত্যু। এ বছর বজ্রপাতে মারা গেছেন তিন শতাধিক মানুষ। অনেক অপ্রাপ্তির মধ্যেও বছর জুড়ে বাংলাদেশ ছিল বিশ্ব মিডিয়ায় আলোচিত। জিডিপির ধারাবাহিক প্রবৃদ্ধি, গড় আয়ু বৃদ্ধি, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ, বৈদেশিক মুদ্রার রেকর্ড রিজার্ভসহ অনেক অর্জন ছিল বাংলাদেশের। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু ছিল বড় ঘটনা। দৃশ্যমান হয়েছে রাজধানীর প্রথম মেট্রো রেল নির্মাণ কাজ। শুরু হয়েছে দেশের প্রথম সুরঙ্গপথ ‘কর্ণফুলী ট্যানেলের নির্মাণ কাজ।বছরের অনেকটা সময় জুড়ে আলোচনায় ছিলেন আগের বছরের নভেম্বরে পদত্যাগ করা প্রধান বিচারপতি এস কে সিনহা। বিভিন্ন ইস্যুতে সরকারের প্রতিপক্ষ হয়ে ওঠা এস কে সিনহা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার বই ‘এ ব্রোকেন ড্রিম’ প্রকাশ করেন। জাতীয় নির্বাচনের আগে এই বই সরকারকে চাপে ফেলবে বলে বড় আশা ছিল এর নেপথ্য উদ্যোক্তাদের। ২০১৮ সালের সবচেয়ে বড় ঘটনা একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে শেষ হওয়া নির্বাচনে বছরের শেষ প্রান্তে এসে ভোট উৎসবে মেতে ছিল পুরো দেশ। এই নির্বাচনের মধ্য দিয়ে বছর শেষের একদিন আগে গতকাল আবারও পাঁচ বছর দেশ পরিচালনার স্বতঃস্ফূর্ত সমর্থন পেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর