সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, কোনো দলের এজেন্ট না এলে এজেন্ট থাকবে না। তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারা দেশের অবস্থা ভালো। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ। গতকাল বেলা ১১টায় উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন- সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এখন পর্যন্ত অবস্থা খুবই ভালো। শুধু নোয়াখালীর একটা জায়গায় কিছু সমস্যা হয়েছে; গ গোল হয়েছে বোধহয়। আর চট্টগ্রামের একটা কেন্দ্রে। আরও দু-একটা জায়গায় ভোট বন্ধ রয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশসহ যারা আছে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য।’

বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই জাল ভোট দেওয়ার বিষয়ে তিনি বলেন, এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং অফিসার- তাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে। এগুলো ঢাকায় বসে তো সব নিয়ন্ত্রণ করা যাবে না। তাদের নির্দেশ দেওয়া আছে, যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভোট বন্ধ থাকবে। তারা চেষ্টা করবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। যদি তারা নিয়ন্ত্রণে রাখতে না পারে তাহলে ভোট বন্ধ করে দেওয়ার নিয়ম আছে। যারা দেশব্যাপী নির্বাচনের দায়িত্বে আছে, তারা দায়িত্ব পালন করে যাবে।

সিইসির নিজের কেন্দ্রে সব দলের এজেন্ট আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমি খেয়াল করিনি। সেটি জানতেও চাইনি।’ কোথাও ধানের শীষের এজেন্ট দেখা যাচ্ছে না বলে জানালে তিনি বলেন, ‘এটা তো এজেন্ট বলতে পারে। এজেন্টরা না এলে এজেন্ট থাকবে না।’

তাদের আসতে বাধা দেওয়া হচ্ছে কি না- এমন প্রশ্নে সিইসি বলেন, ‘সেটি তো আমি জানি না। কেউ বলেছে আসতে পারে নাই। এ রকম বলেছে। আমার কাছে বলেনি।’

নির্বাচন সুষ্ঠু হবে কি না- এমন আরেক প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন শেষ হোক, তারপর অ্যাসেস করা যাবে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো আছে।’

সর্বশেষ খবর