সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রার্থী!

প্রতিদিন ডেস্ক

ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রার্থী!

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থীর তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের নাম রয়েছে বলে খবর বেরিয়েছে। সূত্র : রয়টার্স। এ বিষয়ে ‘ফিন্যান্সিয়াল টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের স্থলে নিয়োগের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অর্থ দফতরে একটি তালিকা জমা পড়েছে। তালিকায় ইভাঙ্কার নাম আছে। আরও যেসব ব্যক্তির নাম শোনা যাচ্ছে তার মধ্যে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিও আছেন। আছেন ট্রেজারি আন্ডার সেক্রেটারি (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স)  ডেভিড মালপাস ও ইউএসএআইডির প্রধান ম্যাক গ্রিন। মার্কিন অর্থ দফতরের এক মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে জানান, যুক্তরাষ্ট্রের প্রার্থী মনোনয়নের ব্যাপারে তারা অভ্যন্তরীণ পর্যালোচনা-প্রক্রিয়া শুরু করেছেন। তারা নতুন নেতা নির্বাচনে গভর্নরদের সঙ্গে কাজ করবেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংকের সবচেয়ে বড় অংশীদার। প্রসঙ্গত, গত সপ্তাহে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম অনেকটা আকস্মিকভাবেই তার পদত্যাগের  ঘোষণা দেন। হঠাৎ করে পদত্যাগ করার কোনো কারণ দেখাননি তিনি। তবে জিম ইয়ং কিমের পদত্যাগের পেছনে তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতভেদের বিষয়টি সামনে এসেছে। ছয় বছর ধরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদে আছেন জিম। তার পদত্যাগ আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। জিমের দ্বিতীয় দফার মেয়াদ ২০২২ সালে শেষ হওয়ার কথা ছিল।

সর্বশেষ খবর