শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিশ্ব ইজতেমা ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

টঙ্গীর তুরাগ তীরে আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। গতকাল ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষের নেতাদের সঙ্গে অভিন্ন বৈঠক শেষে বিশ্ব ইজতেমার এই তারিখ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় জানানো হয়, এর আগে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও এবার একটাই হবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ বৈঠকে তাবলিগ জামাতের দুই পক্ষের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জুবায়েরুল হাসান, মাওলানা ওমর ফারুক, সৈয়দ ওয়াসিফ ইসলাম ও খান শাহাবুদ্দিন নাসিম। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন। বৈঠকে উভয় গ্রুপই একসঙ্গে একই জায়গায় এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে একমত হন। গত কয়েক বছর বিপুল জনসমাগমের কারণে দুই পর্বে ভাগ করে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর