বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইভিএমে ভুলত্রুটি ছিল : সিইসি

নিজস্ব প্রতিবেদক

ইভিএমে ভুলত্রুটি ছিল : সিইসি

জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোথাও কোথাও ভুলত্রুটি ও অসুবিধা হয়েছে বলে স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ত্রুটিগুলো শনাক্ত করে সংশোধন করতে বলেছেন বলে জানিয়েছেন তিনি। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ ও ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে এ কথা বলেন সিইসি। মার্চের দ্বিতীয়ার্ধে উপজেলার ভোট শুরুর কথা রয়েছে। ৩ ফেব্রুয়ারি তফসিল দেওয়া হবে। এ উপজেলা ভোটে দেশের সদর উপজেলাগুলোয় ইভিএমে ভোট করার পরিকল্পনা রয়েছে ইসির। অনুষ্ঠানে সিইসি নূরুল হুদা বলেন, ‘সংসদ নির্বাচনে ৬টি নির্বাচনী এলাকায় ইভিএম ব্যবহার করেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য তাতে কোথাও কোথাও ভুলত্রুটি ছিল, অসুবিধা ছিল।’ সিইসি মনে করেন, ‘সে অসুবিধাগুলো নতুন একটা পদ্ধতি প্রয়োগের সময় এ রকম হতে পারে। একেবারে হতে পারে না তা আমি বলব না। তবু আপনাদের সাবধানতা, সতর্কতা যদি বেশি থাকে, তাহলে সে রকম ভুল হওয়া উচিত ছিল না।’ কর্মকর্তাদের উদ্দেশ করে সিইসি বলেন, ‘ইভিএম নিয়ে অনেক কথা বলেছি। ইভিএম আমরা ধারণ করি। ইভিএমের ওপর আমাদের আস্থা, বিশ্বাস নানা কারণে এ কথা আপনাদের সামনে বার বার বলেছি। যত্নসহকারে এর প্রশিক্ষণ নেবেন এবং প্রশিক্ষণ দেবেন।’ জনগণ যেন আস্থার সংকটে না পড়ে সেজন্য ইভিএমের ভুলত্রুটি রোধে সংশ্লিষ্টদের নজর দিতে নির্দেশ দেন তিনি। ‘নতুন একটা পদ্ধতি বলে এর কোথাও কোথাও কোনো ভুলভ্রান্তি হয়, মানুষের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়। সেটা আপনাদের ওপর নির্ভর করে।’

ইভিএমের ত্রুটি সংশোধনেরও তাগিদ দেন তিনি। সিইসি বলেন, ‘আমরা বলেছিলাম এটা এমন একটা সিস্টেম যে আধা ঘণ্টা, এক ঘণ্টার মধ্যে জনগণের কাছে তুলে দেব। আমরা তা পারিনি। কেন পারিনি সে কারণগুলো চিহ্নিত করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কী ভুল ছিল সেগুলো শনাক্ত করতে হবে। সেগুলো সংশোধন করতে হবে।’ ইভিএমের ব্যবহারে অনিয়ম বন্ধ হবে বলে জানান সিইসি। ইভিএম ব্যবহার করতে পারলে নির্বাচনে যে অনিয়ম হয় তার বেশির ভাগ বন্ধ হয়ে যাবে বলেন তিনি। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর