বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গণবিরোধী শক্তি প্রতিহত করা হবে

নিজস্ব প্রতিবেদক

গণবিরোধী শক্তি প্রতিহত করা হবে

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টকে বিতর্কিত করার চেষ্টা চলছে। কিন্তু আমাদের ঐক্য একশ ভাগ অটুট আছে, থাকবে। কারণ, এই ঐক্য ১৬ কোটি মানুষের ঐক্য। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে গণবিরোধী শক্তিকে প্রতিহত করা হবে। সবাইকে নিয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে এই ঐক্যফ্রন্ট। আর এভাবে জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। গতকাল বিকালে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের পঞ্চম কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গণফোরাম থেকে নির্বাচিত দুই এমপি শপথ নেবেন কিনা- এ প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আজকের বৈঠকে এই এজেন্ডা ছিল না। বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। কাজেই বিষয়টি নিয়ে আজ কোনো কথা বলব না। পরে তা সংবাদ সম্মেলন করে জানানো হবে।’ গণফোরাম সভাপতি বলেন, যারা স্বৈরাচার, যারা জনগণের ক্ষমতাকে সহ্য করতে চায় না, আমাদের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করতে চায়। অপর এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, সংসদ বিষয়ে কোনো কথা বলব না। এ নিয়ে এখনই কোনো প্রশ্ন তুলতে চাই না। বিক্ষিপ্তভাবে কিংবা হালকা করে কিছু বলতে চাই না। পরে এজেন্ডা ঠিক করে বলব। তিনি বলেন, সংসদে কী হচ্ছে না হচ্ছে আমরা খোঁজখবর রাখছি- সে বিষয়ে পর্যবেক্ষণ করে আমরা লিখিত বক্তব্য দেব। আরও অনেক বিতর্কিত বিষয় আছে, সেগুলোও আমরা জানাব। দেশের এই অন্যতম সংবিধান প্রণেতা বলেন, ক্ষমতার মালিক জনগণ। জনগণকে মালিকের ভূমিকায় রাখতে হলে একটি সংগঠন প্রয়োজন। এর আগে গণফোরামের প্রস্তুতি সভায় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, ড. রেজা কিবরিয়া প্রমুখ বক্তব্য রাখেন। তবে গণফোরামের এই প্রস্তুতি সভায় অনুপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দলটির সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তাকে দাওয়াত দেওয়া হলেও আসেননি। আগামী ২৩ ও ২৪ মার্চ গণফোরামের পঞ্চম জাতীয় কাউন্সিল হবে। আজ ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক : আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় স্টিয়ারিং কমিটির বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানাবেন ড. কামাল হোসেন।

সর্বশেষ খবর