শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জলবায়ু নিয়ে মশকারা ট্রাম্পের

প্রতিদিন ডেস্ক

জলবায়ু নিয়ে মশকারা ট্রাম্পের

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে খোটা দিতে পিছ পা হন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎ প্রচণ্ড গরম আবার হঠাৎ করেই প্রচণ্ড শীত। এই যেমন সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রা শূন্য ডিগ্রির চেয়ে অনেক বেশি নিচে নেমে গেছে। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তার প্রশ্ন, বিশ্বে উষ্ণতা বাড়লে শীতে এত ঠাণ্ডা পড়ে কেন? ২৮ জানুয়ারি করা একটি টুইটে প্রেসিডেন্ট এমন কথাই বলেছেন। টুইটে ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সুন্দর মধ্য পশ্চিমাংশে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রিতে পৌঁছেছে। স্মরণকালের সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে। সামনের দিনগুলোতে আরও ঠাণ্ডা পড়তে পারে। অল্প সময়ের জন্যও মানুষ বাইরে বের হতে পারছে না। বৈশ্বিক উষ্ণতার কী হলো?

সর্বশেষ খবর