শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা যাবে না

খন্দকার মাহবুব হোসেন

আইনের সাধারণ প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করা। যতদিন পর্যন্ত রাজপথ উত্তপ্ত না হবে, ততদিন খালেদা জিয়াকে জেল থেকে বের করা যাবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আইনের প্রক্রিয়া যতই আমরা বলি না কেন, সরকারের সদিচ্ছা ছাড়া তাকে মুক্ত করা যাবে না।’

গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে এক প্রতিবাদ সভায় খন্দকার মাহবুব হোসেন এ মন্তব্য করেন। সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নাগরিক আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম। অ্যাডভোকেট মাহবুব হোসেন বলেন, ‘বর্তমান সরকার সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সর্বত্রই দলীয়করণ করা হয়েছে। তাই খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় এখন বের করতে পারব বলে বিশ্বাস করি না।  আজ সময় এসেছে, জাতি উপলব্ধি করেছে খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন করা কতটা সঠিক হয়েছে। আমাদের নেতারা একদিন সে জবাব  দেবেন।’ খন্দকার মাহবুব বলেন, ‘কোনো রাজনৈতিক মামলার কারণে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তাই খালেদার মুক্তিতে সরকারের স্বদিচ্ছা জরুরি।’

সর্বশেষ খবর