মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অপরাজিত চ্যাম্পিয়ন শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

শেষ ওভারের সমীকরণে চ্যাম্পিয়ন হতে প্রাইম দোলেশ^রকে ২৯ রান করতে হতো। অবিশ^াস্য এই কাজটি করতে পারলেই চ্যাম্পিয়ন উৎসবে মেতে উঠতেন ফরহাদ রেজারা। কিন্তু ২০ নম্বর ওভারের প্রথম বলে নুরুল হাসান সোহান যে দক্ষতায় তার প্রথম স্লিপের ক্যাচটি নেন, তাতে ৫ বল আগেই আগাম শিরোপা উৎসবে মেতে ওঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে ২৪ রানের জয়ে শেখ জামাল তার ক্লাবের ইতিহাসে প্রথম ক্রিকেট ট্রফি জিতে উৎসবের রঙে মেতেছে।

বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল দিনভর। এমন আবহাওয়ায় টস জিতে ব্যাটিং করে শেখ জামাল। দুই ওপেনার ফারদিন হোসেন ও ইমতিয়াজ হোসেন তান্না ৭.৫ ওভারে ৬২ রানের ভিত দেন। ফারদিন ১৮ রানে ফিরলেও ইমতিয়াজ খেলেন ম্যাচ সেরা ৫৬ রানের ইনিংস। তার ৪৪ বলের ইনিংসটিতে ৪টি চার ও ২টি ছক্কা ছিল। শেখ জামালের স্কোর ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ পৌঁছায় অধিনায়ক নুরুল সোহানের ২৭ বলে ৩৩ ও তানভির হায়দারের ১৫ বলে ৩১ রানে ভর করে। টুর্নামেন্ট সেরা ফরহাদ রেজা ধারাবাহিকতা ধরে রেখে গতকালও দুরন্ত বোলিং করে ৩২ রানের খরচে নেন ৩ উইকেট। সব মিলিয়ে টুর্নামেন্টে তার উইকেট সংখ্যা ১১টি। ১৫৮ রানের টার্গেটে খেলতে নেমে দোলেশ^রের দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ আরাফাত ৬২ রানের ভিত দেন। কিন্তু ফরহাদ রেজা ছাড়া পরের ব্যাটসম্যানরা ওপেনারদের গড়া ভিতকে কাজে লাগাতে পারেননি। ফরহাদ ২০ বলে ৫ ছক্কা ও ২ চারে ৪৫ রানের ঝড়ো ব্যাটিং করলেও হার এড়াতে পারেনি। প্রাইম দোলেশ^রের ইনিংস শেষ হয় ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানে। ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন ইমতিয়াজ তান্না এবং টুর্নামেন্ট সেরা হন ফরহাদ রেজা।

সর্বশেষ খবর