সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৩০ ডিসেম্বর এ দেশে কোনো ভোট হয়নি। এটা বাংলাদেশের সব মানুষই জানে। দেশে গণতন্ত্র নেই। আইনের শাসনও নেই। মানুষের কোনো অধিকার নেই। স্বাধীনতা নেই গণমাধ্যমের। দেশের মিডিয়ার ওপর একটা প্রচ কাজগুলো করে যাচ্ছে।’গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকা মহানগর বিএনপি, আশপাশের জেলা ও অঙ্গসংগঠনের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় দলের ভাইস চেয়ার?ম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম  হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মুনির হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে প্রকাশিত মানবাধিকার প্রতিবেদন সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘এই প্রতিবেদনে সঠিক চিত্রটা বেরিয়ে এসেছে। স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার যে সেল আছে, তাদের রিপোর্টে শুধু নয়, বিশ্বের সব মিডিয়া যেমন আল-জাজিরা, সিএনএন, বিসিসি, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস-প্রতিটি পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ৩০ জানুয়ারি এদেশে কোনো নির্বাচন হয়নি। প্রতিবেদনে তারা বলেছে, এ নির্বাচনে জনগণের ইচ্ছা ও মতামতের প্রতিফলন হয়নি। জনগণ ভোটই দিতে পারেনি। এ নিয়ে তারা বিভিন্ন চিত্র তুলে ধরেছে। ভারতীয় পত্র-পত্রিকাগুলোতে একই চিত্র তুলে ধরা হয়েছে। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই।’

সর্বশেষ খবর