মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সরকার জোর করে প্যারোল দিতে পারে না

নিজস্ব প্রতিবেদক

সরকার জোর করে প্যারোল দিতে পারে না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তি চাইতে হয়, অন্যথায় সরকার কাউকে জোর করে প্যারোল দিতে পারে না। গতকাল সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একাধিক মন্ত্রী সম্প্রতি বলেছেন, যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা বলছেন, সরকার জোর করে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে চায়, কিন্তু জামিনে মুক্তি পাওয়া তার অধিকার। বিএনপির অভিযোগ সঠিক নয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্যারোলে মুক্তি জোর কওে দেওয়া যায় না, প্যারোলের জন্য আবেদন করতে হয়, প্যারোল চাইতে হয়। সরকার জোর করে কাউকে প্যারোল দিতে পারে না।

সর্বশেষ খবর