মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা
বিশেষজ্ঞরা যা বললেন

দেশে আস্থা সংকট

-ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

দেশে আস্থা সংকট

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিভিন্ন অনিয়ম, অভিযোগ, অব্যবস্থাপনায় দেশের চিকিৎসাসেবা নিয়ে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। দেশের হাসপাতালগুলোতে সেবা পেতে দীর্ঘ লাইন এবং স্বনামধন্য চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্টের সিরিয়ালও বিদেশমুখী হওয়ার অন্যতম কারণ। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে রোগী ঢাকায় চিকিৎসা নিতে এসে বিড়ম্বনা, প্রতরণার শিকার হয়। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয় বিপদগ্রস্ত মানুষ। রোগীদের তথ্য সরবরাহের ব্যবস্থা নেই। পর্যাপ্ত শয্যা না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। এর পরে চিকিৎসা নিয়ে বিভিন্ন ধরনের অনিয়মের কারণে মানুষ আস্থার সংকটে ভুগছে। বাইরে চিকিৎসা নিতে যাওয়ার কারণে দেশে চিকিৎসা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। তাই মানুষের আস্থা ফিরিয়ে আনতে নীতিনির্ধারকদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর