রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

ছাত্রলীগ সমস্যার সমাধান অচিরেই

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগ সমস্যার সমাধান অচিরেই

ছাত্রলীগের কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা অচিরেই নিরসন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে, অচিরেই ছাত্রলীগের কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করা হবে। ঈদে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে গতকাল সকালে বিআরটিএর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ছাত্রলীগের সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে- সাংবাদিকের প্রশ্নে কাদের বলেন, আমার অনুপস্থিতিতে ছাত্রলীগের কমিটির ব্যাপারে নেত্রী আমাদের দলের চারজন নেতাকে দায়িত্ব দিয়েছেন কমিটি গঠন, অভ্যন্তরীণ কোন্দল বা সাংগঠনিক সমস্যা সমাধানে। তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, যোগাযোগ হচ্ছে। আন্দোলন-প্রতিবাদ করছে যারা, তাদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। আমি আশা করি, অচিরেই সমাধান হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দী রেখেছে কে? সরকার না মামলা? তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ের কারাগারে আছেন। যদি সরকারকে দায়ী করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেন। দেশে আইন আছে, বিচারব্যবস্থা আছে। আইন অনুযায়ী তিনি আদালতে গেছেন, আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে; সাজা দিয়েছে। সেভাবেই তিনি জেলে আছেন। আইনি লড়াই করে বিএনপির নেতারা তাকে মুক্ত করে আনতে পারেন। এখানে সরকারের কোনো করণীয় নেই। বিষয়টি আদালতের এখতিয়ার। বিএনপির আন্দোলনের হুমকির জবাবে কাদের বলেন, খালেদা জিয়ার সাজা পাওয়ার পর এতদিন চলে গেল, আজ পর্যন্ত বিএনপির আন্দোলনের বিন্দু উত্তাপ রাজপথে নেই। এটা তাদের ব্যর্থতা।

বৃষ্টি হলেও ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে যানজটের আশঙ্কা নেই : বৃষ্টি হলেও ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে যানজটের আশঙ্কা নেই বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বৃষ্টি-বাদল হলে হয়তো কোথাও গাড়ির গতি কিছুটা ধীর হবে, কিন্তু যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা এবার নেই। তিনি বলেন, আমি আশা করি, ঈদ পর্যন্ত স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে এবং ঈদের পরও মানুষ স্বস্তিতে কর্মস্থলে ফিরে আসবে, কোনো অসুবিধা নেই। এবার রাস্তা ভালো, রাস্তার কারণে মহাসড়কে যানজটের কোনো কারণ নেই। ঈদকে কেন্দ্র করে সড়কে চাঁদাবাজি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজির ব্যাপারে সতর্ক করা হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে চাঁদাবাজির কোনো অভিযোগ আসেনি। কারও কোনো অভিযোগ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেতুমন্ত্রী।

সর্বশেষ খবর