শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

বৃষ্টি উপেক্ষা করেই বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। সকাল থেকে প্রায় দিনভর বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ঈদের জামাত বিঘিœত হয়েছে। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে শরিক হতে আসা মুসল্লিদের বৃষ্টির কারণে দুর্ভোগে পড়তে হয়। কিশোরগঞ্জের শোলাকিয়ায় খোলা মাঠে বৃষ্টিতে ভিজেই মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। তবে বৃষ্টি না থাকায় নির্বিঘ্নেই সম্পন্ন হয় দিনাজপুরের গোর-ই-শহীদ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত। সেখানে এবার প্রায় ছয় লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজে শরিক হন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম জামাতসহ রাজধানীতে অনুষ্ঠিত সকাল ৭টার ঈদ জামাতে অংশ নেওয়া মুসল্লিদের বৃষ্টির দুর্ভোগে পড়তে হয়নি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ শেষে মুসল্লিদের মাগফিরাত, নাজাতের প্রার্থনাসহ মুসলিম উম্মাহ ও দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা দুহাত তুলে আল্লাহর দরবারে আমিন আমিন বলে প্রার্থনা করেন। নামাজ শেষে ধনী-গরিব নির্বিশেষে সবাই কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সরকারি ও বেসরকারি অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লেখা পতাকায় সাজানো হয়। দেশের কারাগার, হাসপাতাল, সরকারি শিশু সদন, ছোটমণি নিবাস ও আশ্রয় কেন্দ্রগুলোতে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়। টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারিত হয়। ঈদ উপলক্ষে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে ছিল ভিড়।

রাষ্ট্রপতির সংবর্ধনা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইসলামকে শান্তি ও কল্যাণের ধর্ম হিসেবে উল্লেখ করে সবার মাঝে এই মহান ধর্মের মহত্ব ও আদর্শ ছড়িয়ে দিতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দানকালে তিনি বলেন, এখানে হিংসা-বিদ্বেষ ও সহিংসতার কোনো জায়গা নেই। ইসলাম এমন এক ধর্ম যেখানে মানবিক মূল্যবোধ, শান্তিপূর্ণ সহঅবস্থান, পরম সহিষ্ণুতা, সাম্য, বন্ধুত্ব ও শাশ্বত কল্যাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পত্নী রাশিদা খানম আহূত এই সংবর্ধনা অনুষ্ঠান সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত চলে। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, তিন বাহিনীর প্রধানগণ, এমপিগণ, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), বিচারপতিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, শিল্পী এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা : মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিন বিদেশে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ফিনল্যান্ডে ৫ দিনব্যাপী সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক ভিডিও বার্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন। বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। তিনি বলেন, বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি  হোক-আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।

আওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতারা দেশের সুশীল সমাজের প্রতিনিধি ও কূটনীতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পর্বের শুভেচ্ছা বিনিময় বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চলে। প্রথম পর্বে কূটনীতিকদের সঙ্গে এবং দ্বিতীয় পর্বে দলীয়  নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন  ওবায়দুল কাদের। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ  থেকে আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণ ও আমাদের পার্টির নেতা-কর্মীসহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম পর্বের শুভেচ্ছা বিনিময়ে বাংলাদেশে নিযুক্ত প্রায় সব দেশ ও সংস্থার কূটনীতিকরা অংশ নেন। দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, দুই সিটি করপোরেশনের মেয়র, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হয় সকাল সাড়ে ৮টায়। প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান, মন্ত্রিসভার সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ দেশের বিশিষ্ট ব্যক্তি ও সর্বস্তরের মুসল্লিরা। জাতীয় ঈদগাহের ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। দেশের অন্যতম বড় জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে ইমামতি করেন দেশবরেণ্য আলেম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে মানুষের ঢল নামে। সর্বশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ১১টায়। লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের জামাতের মোনাজাত শেষ হয় বেলা ১১টা ১০ মিনিটে। দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এতে অংশ নেন বাংলাদেশ হাই কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বড় ঈদগাহ মিনার নির্মাণের মূল উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীসহ জেলার বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের মুসল্লিরা। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, এতে অংশ নেয় প্রায় ৬ লাখ মুসল্লি। নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে প্রধান জামাতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন সিলেটের লাখো মুসল্লি। বুধবার সকাল সাড়ে ৮টায় জামাতে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদগাহে ঈদের নামাজে জমায়েত মানুষের সারি পার্শ্ববর্তী রাস্তাগুলোতেও বিস্তৃত ছিল। শাহী ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন। নামাজের আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, বুধবার সকালে চট্টগ্রাম নগরীর সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ জামে মসজিদে। সকাল ৮টায় প্রথম ও প্রধান ঈদ জামাতের ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। সকাল ৯টায় দ্বিতীয় ঈদ জামাতের ইমামতি করেন মসজিদের পেশ ইমাম আহমুদুল হক। জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান  চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, খুলনায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত টাউন জামে মসজিদে বুধবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত ৯টায় এবং তৃতীয় ও শেষ জামাত ১০টায় অনুষ্ঠিত হয়। কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় একটি জামাত। ঈদের আগের দিন খুলনায় বৃষ্টিতে মাঠে পানি জমে কর্দমাক্ত হওয়ায় খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের প্রথম জামাত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

ঈদের দিন রৌদ্রকরোজ্জ্বল থাকায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে। প্রধান জামাতের নামাজে ইমামতি করেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি ও টাউন জামে মসজিদের খতিব মাওলানা সালেহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর