শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ঋণ সুদের হার এক ডিজিটে নামিয়ে আনার টার্গেট

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিট করার টার্গেটে কাজ করার ঘোষণা আছে প্রস্তাবিত বাজেটে। সংসদে উত্থাপিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা ব্যাংক ঋণের সুদের হার এক অংকের (সিঙ্গেল ডিজিট) উপরে দেখতে চাই না। এ লক্ষ্যে আমরা কাজ করছি। কয়েকটি টার্গেটের কথা ধারাবাহিকভাবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, পর্যায়ক্রমে আমরা ব্যাংকের মূলধনের পরিমাণ বাড়াব। ব্যাংক কোম্পানি আইনে সংশোধন আনব। যাতে করে আমাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ভ্যাট, কাস্টমস এবং আয়কর সংক্রান্ত আইনসহ অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করা হবে। যেসব ঋণগ্রহীতা ব্যাংক থেকে ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানিগুলোর কার্যক্রম যুগোপযোগী করার লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। বাজেট বক্তৃতায় বলা হয়, ব্যাংকিং খাতে শুরু থেকে এ পর্যন্ত বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এলাকায় কোনো প্রকার সংস্কার আমরা লক্ষ্য করিনি। ব্যাংক থেকে কোনো ঋণগ্রহীতা ঋণ গ্রহণ করে ঋণ শোধে ব্যর্থ হলে তার জন্য কোনো প্রকার এক্সিটের ব্যবস্থা ছিল না। আমরা এবার এই কার্যক্রমটি আইনি প্রক্রিয়ায় সুরাহার লক্ষ্যে ব্যবস্থা নিচ্ছি। 

অর্থমন্ত্রী বলেন, আমরা লক্ষ করে আসছি আমাদের আর্থিক খাতে বিশেষ কোনো ইন্সট্রুমেন্ট বা ফাইন্যান্সিয়াল টুলসের ব্যবহার ছিল না। তাই ব্যাংকগুলো স্বল্প মেয়াদের আমানত সংগ্রহ করে দীর্ঘ মেয়াদের ঋণ প্রদানে বাধ্য হতো। এতে ভারসাম্যহীনতা তৈরি হয়। এ জাতীয় ভারসাম্যহীন অবস্থা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটি গতিশীল বন্ড মার্কেটসহ অন্যান্য ইন্সট্রুমেন্ট যেমন ওয়েজ আর্নার্স বন্ড, ভেঞ্চার ক্যাপিটাল, ট্রেজারি বন্ড ইত্যাদির ব্যবহার উৎসাহিত করব।

সর্বশেষ খবর