রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা
গ্যাসের মূল্যবৃদ্ধি

বামদের হরতাল আজ বিএনপির সমর্থন

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট। আজ ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল পালন করা হবে। বিএনপিসহ অন্য কয়েকটি রাজনৈতিক দল এই হরতালে সমর্থন জানিয়েছে। তবে বিএনপি হরতালে মাঠে থাকার কোনো ইঙ্গিত দেয়নি। এদিকে  হরতাল সফল করতে গতকাল জাতীয় প্রেস ক্লাব থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। গতকালের সমাবেশে বাম জোটের নেতারা বলেন, গণশুনানিতে আমাদের বক্তব্য অগ্রাহ্য করে বিইআরসি অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করায় জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বৃদ্ধি করায় পরিবহন ব্যয় বাড়বে। শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি করায় শিল্প পণ্যের দাম বৃদ্ধি পাবে। বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহকৃত গ্যাসের দাম বৃদ্ধি করায় বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে। বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে শিল্প পণ্যসহ কৃষি সেচে ব্যয় বৃদ্ধি পাবে। এভাবে ব্যয় বৃদ্ধির ফাঁদে জনগণ নিপতিত হবে। জনগণের জীবন নির্বাহের ব্যয় বাড়বে। তাদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হবে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমায় ভারতে সিলিন্ডার গ্যাসের দাম হ্রাস করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকার এলএনজি, এলপিজি গ্যাস ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্য সিলিন্ডার গ্যাসের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রেখেছে। নেতারা অবিলম্বে সিলিন্ডার গ্যাসের দাম বর্তমান বাজার দরের অর্ধেকে কমিয়ে আনার দাবি জানান। একইসঙ্গে আজ হরতালে কোনো প্রকার উসকানি প্রদান না করার জন্য সরকারকে হুঁশিয়ার করেন। দেশবাসীকে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে জনস্বার্থের এ হরতাল সফল করার আহ্বান জানান। একইসঙ্গে অন্য গণতান্ত্রিক দলগুলোকে হরতালের সমর্থনে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

সর্বশেষ খবর