বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চামড়া সিন্ডিকেটের কারসাজি থাকলে ব্যবস্থা : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চামড়ার ব্যাপারে বাস্তব চিত্রটা কীÑ তা ভালোভাবে জানা নেই। নিরপেক্ষভাবে জানা দরকার সিন্ডিকেটের বিষয়টি। এ রকম চক্র আমাদের দেশে আছে, ফায়দা লোটার জন্য সিন্ডিকেট করে। কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম কমার পেছনে ‘সিন্ডিকেটের কারসাজি’ রয়েছে কিনা তার খোঁজখবর নেওয়া হবে। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ঈদের পর মাত্র একদিন সময় গেল, এ সময়ে পুরো বিষয় মূল্যায়ন করা সম্ভব নয়। সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবে বিষয়টি মূল্যায়ন করতে হবে। ঢালাও অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস। যদি কোনো সিন্ডিকেটের কারসাজি হয়ে থাকে, যিনি অভিযোগ করেছেন তিনি বলুন, তথ্য প্রমাণসহ বলতে হবে। তারা সব সময় নেতিবাচক বিষয়টাকে আঁকড়ে ধরে, সরকারের সামান্য কিছু পেলেই সেটাকে নিয়ে তারা ঢালাও বিষোদগার করে। এটি বিরোধী দলের ঢালাও বিষোদগার কিনা তা খতিয়ে দেখা দরকার। মৌসুমি ব্যবসায়ীদের সংগ্রহ করা চামড়া যখন নষ্ট হচ্ছে, সরকার এ বিষয়ে কি করছে তা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সামগ্রিকভাবে অভিযোগগুলো পুরোপুরি খতিয়ে না দেখে কোনো রিমার্কস করা এখনই ঠিক হবে না, আরও দুই, চার দিন যাক, এর মাধ্যমে সঠিক চিত্রটি খুঁজে বের করতে পারব। এর পেছনে ‘অপরাধমূলক’ কোনো কাজ হলে ব্যবস্থা নেওয়া হবে। অফেন্স অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অন্যায় যেই করুক, অপরাধ যেই করুক, এখানে জাতীয় অর্থনীতির স্বার্থ বিঘিœত হলে, জাতীয় স্বার্থ বিঘ্নিত হলে তা দেখা সরকারের দায়িত্ব।

সর্বশেষ খবর