সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো আলোচনার টেবিলে

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো আলোচনার টেবিলে

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন এ মাসেই শুরুর খবর এলেও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সুনির্দিষ্ট দিন-তারিখ জানাতে রাজি হননি। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিষয়টি (প্রত্যাবাসন) এখনো আলোচনার টেবিলে রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, যে কোনো সময় শুরু হবে। তবে সম্প্রতি রয়টার্সের একটি প্রতিবেদনে আগামী ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর যে খবর এসেছে, সেই দিনটিকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি রাখার কথা জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার নূরুল আলম নেজামী। গতকাল দুপুরে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে প্রত্যাবাসন সংক্রান্ত জরুরি বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, আগামী কয়েক সপ্তাহে  রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর জন্য আমরা তাদের উৎসাহিত করার চেষ্টা করব। তাদের কল্যাণেই এটা করা হবে।

সর্বশেষ খবর