বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আসামের এনআরসি প্রশ্নে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি

নয়াদিল্লি প্রতিনিধি

আসামে গত ৩১ আগস্ট জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশের পরই এই রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তালিকা নিয়ে কংগ্রেসসহ বিরোধী দলগুলো যেমন অসন্তোষ প্রকাশ করেছে তেমনি কেন্দ্র ও আসামের ক্ষমতাসীন দল বিজেপিও মনে করছে প্রচুর ভুল-ভ্রান্তি রয়েছে। আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রচুরসংখ্যক বিদেশি নাম অন্তর্ভুক্ত হয়েছে, বাদ পড়েছে বহু প্রকৃত ভারতীয় নাগরিক। ফলে সব পক্ষের অসন্তোষ মেটাতে তালিকাটি ফের খতিয়ে দেখার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে গেরুয়া শিবির। রাজ্য সরকারের প্রভাবশালী মুখ ও উত্তর-পূর্ব ভারতে বিজেপির অন্যতম মুখ হিমন্ত বিশ্বশর্মার অভিমত, বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে কম করে ২০ শতাংশ রি-ভেরিফিকেশন ও আসামের বাকি জেলাগুলোতে ১০ শতাংশ রি-ভেরিফিকেশন করার আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে তারা। গেরুয়া শিবিরকে সবচেয়ে বেশি হতবাক করেছে-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে যেখানে জনঘনত্ব সবচেয়ে বেশি, যেখানকার বাসিন্দারা অধিকাংশই অবৈধ বাংলাদেশি নাগরিক বলে তাদের ধারণা, সেই বাসিন্দাদের নাম এনআরসি তালিকায় অন্তর্ভুক্তি হওয়া। আর এ বিষয়টি বিজেপি এবং রাজ্যে এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার মধ্যে দ্বন্দ্ব সামনে নিয়ে এসেছে। পূর্ব ভারতে বিজেপির ‘অমিত শাহ’ বলে যাকে অভিহিত করা হয় সেই হিমন্ত বিশ্বের বার্তা- ‘যাদের নাম ওঠেনি সেই সব প্রকৃত ভারতীয় নাগরিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’ আবার বিদেশিদের প্রতি তার বার্তা- ‘নাগরিকপঞ্জিতে নাম উঠে গেছে বলে তাদের আনন্দিত হওয়ার কিছু নেই। কারণ এটা চূড়ান্ত নয়।’

এনআরসির চূড়ান্ত তালিকাকে কার্যত নস্যাৎ করে দিয়ে তিনি বলেছেন, ‘যতক্ষণ না সব ভারতীয় নাগরিকের নাম অন্তর্ভুক্ত হচ্ছে এবং বিদেশিদের নাম বাদ যাচ্ছে ততক্ষণ কিছুই চূড়ান্ত নয়।’ এদিকে আসামে নাগরিকপঞ্জি নিয়ে উদ্বিগ্ন বিজেপি গোটা দেশে এ প্রক্রিয়া চালু করার ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েছে। কারণ ভুলে ভরা আসামের এনআরসি দেশটির অন্য রাজ্যে চালু করতে চাইলে তা নিয়ে পরিস্থিতি একদিকে যেমন জটিল হবে, তেমনি এর বিশ্বাসযোগ্যতাও তলানিতে ঠেকবে। তাই বিজেপিসহ অন্য সংস্থাগুলোর তরফে শীর্ষ আদালতে ফের খতিয়ে দেখার আর্জি এবং তা নিয়ে শীর্ষ আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে কেন্দ্র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর