বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আসামকে সংরক্ষিত রাজ্য ঘোষণার খবরে তোলপাড়

নয়াদিল্লি প্রতিনিধি

আসামকে জম্মু ও কাশ্মীরের মতো ‘সংরক্ষিত রাজ্য’ ঘোষণা করা হয়েছে- এমন খবরে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। তোলপাড়ের সূত্র সংবাদপত্র আসাম ট্রিবিউন-এর এক প্রতিবেদন। ওই প্রতিবেদনে বলা হয়, আসাম থেকে সব বিদেশি সাংবাদিককে চলে যেতে বলা হয়েছে এবং বিশেষ অনুমতি ব্যতিরেকে কোনো বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধি আসামে যেতে পারবেন না। বার্তা সংস্থা এপির এক প্রতিনিধিকে আসাম পুলিশ বিমানবন্দরে নিয়ে ছেড়ে দেয়। এরপর গতকাল সকালে প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ২০১৮ সালের আগস্ট থেকে ভারতের জম্মু-কাশ্মীরের মতো উত্তর-পূর্ব ভারতের সব প্রদেশে বিদেশিদের সফরের ওপর বিধিনিষেধ লাগানো হয়েছে। এতে উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য বলার অর্থ আসামসহ আটটি রাজ্যে এ নিষেধাজ্ঞা বলবৎ হবে। জম্মু ও কাশ্মীর, অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, উত্তরাখ  ও রাজস্থানের কিয়দংশ এলাকার এই প্রতিবন্ধকতা আগে থেকেই রয়েছে। আগস্ট মাসের নির্দেশিকায় সব রাজ্য অন্তর্ভুক্ত করায় আসামেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে ধরে নেওয়া হয়। এ নিয়ে আসামেও তোলপাড় হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। ভারতের অ্যাকট-ইস্ট নীতির প্রাণকেন্দ্র আসাম। সেখানে যদি বিদেশিদের গতিবিধি নিষিদ্ধ হয় তাহলে পুঁজি লগ্নিও ব্যাহত হবে। তাই ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিল আসামে এমন কোনো প্রতিবন্ধকতা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর