সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আমরা নতুন কাশ্মীর গড়ে তুলব

প্রতিদিন ডেস্ক

আমরা নতুন কাশ্মীর গড়ে তুলব

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনাবাসী কাশ্মীরি প-িতদের উদ্দেশে গতকাল বলেছেন, আমরা নতুন কাশ্মীর গড়ে তুলব, যেখানে সবার স্থান হবে। তিনি প-িতদের তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এ কথা বলেন। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। হিউস্টনে এদিন অনাবাসী কাশ্মীরি প-িতরা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতে মিলিত হন। মোদি এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এ অবস্থায় সেখানে পৈতৃক ভিটেমাটি হারিয়ে বসবাস করা কাশ্মীরিরা মোদির উপস্থিতিতে উল্লসিত হয়েছেন। খবরে বলা হয়, কাশ্মীর উপত্যকায় ৩৭০ ধারা রদের পর এই প্রথম যুক্তরাষ্ট্রে  পৌঁছেছেন মোদি। ফলে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ঘরে   ফেরার ইচ্ছার কথা জানান আমেরিকায় বসবাসকারী কাশ্মীরি প-িতরা। প-িতদের ১৭ জন প্রতিনিধি মোদির সঙ্গে সাক্ষাতে অংশ নেন। তারা প্রধানমন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেন। উল্লেখ্য, এই সাক্ষাৎ শেষে বিকেশে হিউস্টনে ‘হাউডি মোদি’ শো অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ হাজার অনাবাসী ভারতীয় অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর