মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীর ফু-ওয়াং ক্লাব পিয়াসী ও গোল্ডেন ড্রাগনে অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে গুলশান লিংক রোডে ফু-ওয়াং ক্লাব, মগবাজারে পিয়াসী বার এবং নিউ ইস্কাটন রোডে গোল্ডেন ড্রাগন বারে অভিযান চালিয়েছে পুলিশ।

গতকাল বিকালে গুলশান লিংক রোডে ফু-ওয়াং ক্লাবে অভিযান চালায় পুলিশ। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা ফু-ওয়াং ক্লাবে অভিযান পরিচালনা করেছি। এখানে অবৈধ কোনো কিছু পাওয়া যায়নি। এখানে একটি বার রয়েছে, ক্লাব কর্তৃপক্ষ ওই বারের অনুমতিপত্র (লাইসেন্স) দেখাতে পেরেছে। ফু-ওয়াং ক্লাবের ম্যানেজার মো. শামীম বিল্লাহ বলেন, তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্লাবে মদের বার রয়েছে। সেটির লাইসেন্স রয়েছে। এ ছাড়া জিমনেশিয়াম রয়েছে। তবে এখানে কোনো ক্যাসিনো বা জুয়া খেলা হয় না। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান জানান, অভিযোগ ছিল ফু-ওয়াং ক্লাবে জুয়ার আসর বসে। এমন তথ্যের ভিত্তিতে ফু-ওয়াং ক্লাবে অভিযান চালানো হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, মগবাজারের পিয়াসী বারে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে কোনো ক্যাসিনো ছিল না। বারের বৈধ লাইসেন্স ছিল। পরে সেখান থেকে নিউ ইস্কাটন রোডে গোল্ডেন ড্রাগন বারে অভিযান চালানো হয়। বিজয়নগরে সায়হাম স্কাই ভিউ টাওয়ারে অভিযান চালিয়ে বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুসহ ১৫ জুয়াড়িকে আটক করে পুলিশ। তাদের মধ্যে কামরুজ্জামান বাবুসহ ৫ জনকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে। পুলিশ জানায়, সায়হাম স্কাই ভিউ টাওয়ারে ৮ তলায় বাংলাদেশ ফিল্ম ক্লাবে নিয়মিত জুয়ার আড্ডা বসত। অপ্রীতিকর, অসামাজিক কর্মকাে র অভিযোগও শোনা যাচ্ছিল ক্লাবটির বিরুদ্ধে। অনেক উঠতি মডেল, নায়িকারাও আসেন এখানে। এসব অভিযোগ পেয়েই পুলিশ রবিবার রাতে ওই ক্লাবে অভিযান চালায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর