মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর নির্দেশ অভিযান যেন চলে

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক, অনিয়ম, দুর্নীতির চক্র না ভাঙা পর্যন্ত অভিযান চলবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিমানবন্দরে এমন নির্দেশনাই দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিমানবন্দরে কথা হয়েছে, সবার সামনে তিনি বলেছেন এ ব্যাপারে। গডফাদার বলেন, অপরাধী বলেন, যত বড়ই হোক, যে মাদকের সঙ্গে জড়িত, টেন্ডারবাজি-চাঁদাবাজি যারা করবে, তারা কোন দলের, তারা সরকারি দলের হলেও ছাড় দেওয়া হবে না। গতকাল সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এ ব্যাপারে যেন কোনো আপস না হয়। আমি অনুপস্থিত থাকলেও যেন তা কনটিনিউ হয়।’ তিনি বলেন, অভিযান শুরুর পর ক্ষমতাসীন দলের অনেক নেতা গা-ঢাকা দিলেও কারও কারও ওপর নজর রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে কারও সঙ্গে কোনো আপস বা ছাড় দেওয়ার প্রশ্ন নেই। শুরু হয়েছে, দেখুন, ওয়েট অ্যান্ড সি, কোথায় গিয়ে দাঁড়ায়। মফস্বলে অনেকে অ্যারেস্ট হচ্ছে, জেলা পর্যায়ে অনেকে আতঙ্কের মধ্যে রয়েছে, যারা এসব অপকর্মের মধ্যে রয়েছে। এখানে মুখের কথা নয়। আমরা মিন করছি, শেখ হাসিনা মিন করছেন, তাই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এ অভিযান চলবে যত দিন না দুর্নীতি, মাদকের চক্রকে ভেঙে দিতে পারি।’

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও আওয়ামী লীগের অনেক নেতার নাম এলেও তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘অ্যাকশনটা শুরু হলো এক সপ্তাহ, সবকিছু যাচাই-বাছাই করা হবে। যারা অ্যারেস্ট হয়েছে তারা কি কম অপরাধী? কাজেই এখানে কেউ পার পাবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। কিছু বিষয় আছে, সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা খোঁজখবর নিচ্ছে।’ জি কে শামীম সরকারের বড় বড় কাজ কীভাবে করছে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা যদি আগে আপনি (সাংবাদিক) বের করতে পারতেন, ভালো হতো না? এটা সরকারই করেছে। সরকারকে দেখিয়ে দেবেন সাংবাদিকরা। কোথায় রাস্তা খারাপ, কোথায় ব্রিজ পড়ো পড়ো অবস্থা- এ বিষয়গুলো তো সাংবাদিকরাই আমাদের দেখান। কাজেই বিষয়টা আপনাদের অগোচরেই রয়ে গেছে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা একটু বের করুন কাদের কাদের ঘুষ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আটঘাট বেঁধেই নেমেছি। এখানে কোনো আপস নেই। আমরা তো কাজটা করছি। সরকারের এক বছর এখনো যায়নি। নট দ্যাট আমরা ইলেকশনকে সামনে রেখে এই ব্যবস্থাগুলো নিচ্ছি ভোটের জন্য।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর