মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

গডফাদার, গ্র্যান্ড ফাদার নয়, আমরা চিনি অপরাধী

বিশেষ প্রতিনিধি

গডফাদার, গ্র্যান্ড ফাদার নয়, আমরা চিনি অপরাধী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গডফাদার, গ্র্যান্ডফাদার নয়, আমরা চিনি অপরাধী। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজির সঙ্গে যারা জড়িত তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। রাজনীতিবিদ বা যেই হোক যারা অপরাধ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি। যেই অপরাধ করবে আইনের চোখে সেই অপরাধী, তাদেরই আইনের আওতায় আনা হবে। এ পরিস্থিতিতে বিভিন্নজন গা-ঢাকা দিয়ে আছেন, আবার অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন, এ অবস্থায় বিমানবন্দর বা স্থলবন্দরে আপনারা রেড অ্যালার্ট জারি করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এমনতো কিছু হয়নি, যার জন্য রেড অ্যালার্ট জারি করতে হবে। বিমানবন্দরে আমাদের একটা লিস্ট থাকে। তাই কখনই বিমানবন্দর দিয়ে অপরাধীরা দেশ ছেড়ে যেতে পারে না। যাদের বিচার চলছে বা যারা অপরাধী তাদের লিস্ট বিমানবন্দর এবং ইমিগ্রেশনে থাকে। এটাতো চলমান প্রক্রিয়া। এ পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো বিশেষ সতর্কতা নেই। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের পেছনে বড় শক্তি থাকলে তাদেরও গ্রেফতার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যে-ই অপকর্ম করছে তাকেই আমরা আইনের আওতায় নিয়ে আসছি। রাঘববোয়াল যদি অপরাধ করে থাকে তাকেও ধরছি। এক্ষেত্রে আমাদের সংসদ সদস্যরাও বাদ যাচ্ছেন না। তিনি আরও বলেন, চাঁদাবাজি বা জোর করে ক্ষমতা দখল বা মানিলন্ডারিং এসবের বিরুদ্ধে অভিযান চলছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের বাংলা সংস্করণে এ নিয়ে একটা প্রতিবেদন করেছে। এতে তারা বোঝাতে চেয়েছে যে, গত দুটো নির্বাচন বিতর্কিত ছিল, সেখানে যাতে সরকার জনপ্রিয়তা পেতে পারে এ জন্য এ অভিযান- আপনি কী বলবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনার কি মনে হয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার ঘাটতি রয়েছে? উনি জনপ্রিয়তার জন্য নয়, সুশাসন প্রতিষ্ঠার জন্য এখন আমাদের নির্দেশনা দিয়েছেন। ‘সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এসব অবৈধ ব্যবসা বা যারা অবৈধভাবে অন্যায় কিছু করতে চায় সেগুলোকে দমন করতে হবে। সে জন্যই আমাদের এ প্রচেষ্টা চলছে। অবৈধ ব্যবসা বা চাঁদাবাজি এগুলো কি এতদিন আপনাদের নজরে আসেনি? এ বিষয়ে মন্ত্রী বলেন, দেখুন যখনই আমাদের নজরে এসেছে তখনই আমরা ধরছি। হয়তো সম্প্রতি একজন-দুজন উল্লেখযোগ্য আপনাদের চোখে পড়েছে। এর আগেও কিন্তু আমরা এ ধরনের অভিযান চালিয়েছি। এ অভিযান শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে না-কি জেলা পর্যায়েও চালানো হবে এমন প্রশ্নে তিনি বলেন, কোথাও সীমাবদ্ধ থাকবে না। যেখানে অপরাধ হবে সেখানেই অভিযান চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর