রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্যাসিনোর সঙ্গে জড়িত কেউ যেন ছাড় না পায়

এস এ সুলতান

ক্যাসিনোর সঙ্গে জড়িত কেউ যেন ছাড় না পায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ও আরামবাগ ক্রীড়া চক্রের সাবেক সভাপতি এস এ সুলতান বলেন, ‘ঐতিহ্যবাহী ক্লাবে ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় আমরা লজ্জিত, বিস্মিত। এটা ভাবতেই পারি না যে আমাদের প্রাণের ফুটবল ক্লাবগুলোতে এখন ক্যাসিনো চলে। যেখানে সুস্থ পরিবেশ থাকার দরকার। খেলোয়াড়তে উদ্বুদ্ধ করা দরকার। সেখানে কিনা ক্যাসিনোর মতো ঘৃণিত কাজ চলে।’ ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে কেবল কয়েকজনকে শাস্তি দিলেই হবে না। যারা যারা এই অন্ধকার জগতের টাকার ভাগ পেয়েছেন সবাইকে খুঁজে বের করে আনার দাবি জানিয়েছেন এস এ সুলতান। পাশাপাশি সংকট থেকে দেশের ক্রীড়াঙ্গনকে তথা ফুটবলকে বাঁচাতে সরকারকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি, ‘ফুটবলকে বাঁচাতে হলে এখানে পৃষ্ঠপোষকতা দরকার। সরকারকেই এগিয়ে আসতে হবে। আবার শুধু টাকা দিলেই হবে না, এই টাকা কীভাবে ব্যয় হচ্ছে সে ব্যাপারেও মনিটর করা জরুরি। এমন কাউকে ক্লাবে নিয়ে আসতে হবে, যে কখনো ক্লাব থেকে আয়ের চিন্তা করবে না, উল্টো ক্লাবকেই দু-এক কোটি টাকা দেবে। আমি যখন ফেডারেশনে ছিলাম তখন এককাপ চাও খাইনি। এটা তো সেবামূলক প্রতিষ্ঠান, সেবার মানসিকতা নিয়েই কাজ করতে হবে।’ এস এ সুলতান মনে করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান দায়িত্ব প্রাপ্তরাও এই কলঙ্কিত ঘটনার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন। তার প্রশ্ন, ‘এই ফুটবল ক্লাবগুলোতে তো বাফুফের সঙ্গে অ্যাফিলিয়েটেড, কেন তারা এত দিন ক্যাসিনোর বিষয়টি নজরদারিতে আনেনি?’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর