বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
সমাধান কোন পথে

সমাধান বিসিবির হাতে : তুষার

ক্রীড়া প্রতিবেদক

‘ক্রিকেটারদের ১১ দফা অবশ্যই যৌক্তিক। দাবিগুলোর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’ বলেন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এবং সর্বাধিক সেঞ্চুরির মালিক তুষার ইমরান। বয়স ৩৫। এখনো দাপটের সঙ্গে ক্রিকেট খেলছেন। সেঞ্চুরি করছেন একের পর এক। এখন অবস্থান করছেন যশোরে। তাই ক্রিকেটারদের আন্দোলনে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। উপস্থিত না থাকলেও ক্রিকেটারদের দাবিগুলো ক্রিকেটারদের প্রাণের দাবি বলেন। ক্রিকেটারদের আন্দোলনের জন্য যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে উদ্ধার হতে হলে বিসিবিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেন তুষার, ‘দাবিগুলো নিয়ে ক্রিকেটারদের অবশ্যই আলোচনা করা উচিত ছিল বোর্ডের সঙ্গে। এখন যেহেতু করেনি, তাই মুরব্বি হিসেবে ক্রিকেট বোর্ডকেই সিদ্ধান্ত নিতে হবে। তাদেরই উচিত, সমস্যার সমাধান করা।’ ক্রিকেটারদের দাবি পেশ করে ক্রিকেট বর্জনকে সমর্থন করেন না তুষার। তবে কোয়াবের বিষয়টি শর্ত হিসেবে তুলে ধরায় একটু বিস্মিত দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার, ‘কোয়াব ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত নয়। এটা আমাদের ক্রিকেটারদের প্রতিনিধি। এ দাবিটা থাকা উচিত হয়নি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর