শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
দিনভর যা হলো

যে রায় চেয়েছিলাম পেয়েছি : পিবিআই

নিজস্ব প্রতিবেদক

নুসরাত হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম, তা হয়েছে। একটি নির্ভুল চার্জশিট এ হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির রায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি করেছেন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।  রায়-পরবর্তী এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘আমাদের মেধার সর্বোচ্চ প্রয়োগ করে আমরা চেষ্টা করেছি একটি নির্ভুল চার্জশিট দিতে। মামলা প্রমাণের জন্য যা যা প্রয়োজন সব প্রয়োগের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের যেসব সদস্য তদন্ত ও অপারেশনে জড়িত ছিলেন, আমরা তাদের কনভিন্স করতে পেরেছি যে, অপরাধীদের শাস্তি হওয়া উচিত। আমাদের পরিবারেও এমন হতে পারে এটা আমরা বোঝাতে পেরেছি। একটা নির্ভুল বিচার হলে সমাজের সব ক্ষেত্রে একটা বহুমুখী প্রভাব পড়তে পারে। এসব বিষয় মাথায় রেখে যত দূর পেরেছি আমরা চেষ্টা করেছি আসামিদের সর্বোচ্চ শাস্তি যাতে হয় এবং আমরা তা পেয়েছি।’ বনজ কুমার মজুমদার বলেন, ‘শুধু নির্ভুল চার্জশিটের ওপর বিচার নির্ভর করে না। সাক্ষীদেরও ব্যাপার রয়েছে। আরও অনেক বিষয় থাকে। সব সম্পূর্ণ হলেই সঠিক রায় আসতে পারে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর