শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

হাসতে হাসতে ঢুকে কাঁদতে কাঁদতে বের

অধ্যক্ষ সিরাজকে অন্য আসামিদের চড় থাপ্পড়

নিজস্ব প্রতিবেদক, ফেনী থেকে

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা আদালত প্রাঙ্গণে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন। রায় ঘোষণার পর তাকে কাঁদতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে অধ্যক্ষ সিরাজসহ এ মামলার ১৬ আসামিকে প্রিজনভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামার সময় তিনি বেশ হাসিখুশি ছিলেন।

হাসতে হাসতে তিনি আদালতের এজলাসে যান। রায় ঘোষণার আগ পর্যন্ত তিনি খোশমেজাজে ছিলেন। তবে আদালতের রায় শুনে কাঁদতে শুরু করেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ। রায়ের পর যখন তিনিসহ সব আসামিকে প্রিজনভ্যানে তোলা হয়, তখনো তাকে কাঁদতে দেখা গেছে।

অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে অন্য আসামিদের চড়-থাপ্পড় : চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদ  দিয়ে কারাগারে পাঠানোর সময় অন্য আসামিদের হাতে মারধরের শিকার হয়েছেন প্রধান আসামি সিরাজ-উদ-দৌলা। গতকাল ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ রায় ঘোষণার পর এমন ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় অন্য আসামিরা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে বলতে থাকেন, ‘তোর কারণে আমাদের ফাঁসি হয়েছে। এ সময় তাদের কেউ কেউ কাঁদছিলেন। প্রিজনভ্যানে তোলার পর অন্য আসামিরা সিরাজকে হঠাৎ করেই পেটাতে থাকেন। সে সময় তাকে বুকে-মুখে চড়-থাপ্পড় মারা শুরু করেন। এ সময় আসামি মো. জোবায়ের, জাবেদ হোসেন, মো. শামীম, প্রভাষক আফছার উদ্দিন, হাফেজ আবদুল কাদের কান্নায় চিৎকার করতে থাকেন।

সর্বশেষ খবর