শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এমপি রতনের বিদেশ গমনে পঙ্কজের সম্মেলনে নিষেধাজ্ঞা

সম্রাট কারাগারে, পাগলা মিজান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

এমপি রতনের বিদেশ গমনে পঙ্কজের সম্মেলনে নিষেধাজ্ঞা

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতির একদিন পরই সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সম্মেলনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-১ আসনে সরকারদলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুবলীগ ঢাকা মহানগরী দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনোসম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল ইসমাইল চৌধুরী সম্রাটকে ১০ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে সম্রাটের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মৌলভীবাজার প্রতিনিধি জানিয়েছেন, শ্রীমঙ্গল থানার অস্ত্র মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মৌলভীবাজার ২ নম্বর আমলি আদালতের বিচারক আবদুল্লাহ মোহাম্মদ সালেহর আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিন মঞ্জুর করে। সরকারপক্ষের আইনজীবী আজাদুর রহমান জানিয়েছেন, মামলার তদন্তের স্বার্থে কাউন্সিলর মিজানের কাছে যে অবৈধ অস্ত্র পাওয়া গেছে, সেই অস্ত্রের জোগানদাতার সন্ধান ও আরও অস্ত্র আছে কিনা জানতে রিমান্ড আবেদন করা হয়েছে। এদিকে ক্যাসিনোকান্ডে  অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে সুনামগঞ্জ-১ আসনে সরকারদলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল এ-সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠানো হয়েছে বলে দুদকসূত্রে জানা গেছে। অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িতদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে গঠিত দুদকের অনুসন্ধান টিমের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশ্বস্তসূত্রে দুদক জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্টরা দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তাই তিনি যাতে দেশ ছেড়ে যেতে না পারেন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর আগে বুধবার ক্যাসিনোকান্ডে  সরকারদলীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও নুরুন্নবী চৌধুরী শাওন, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে দুদক। ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করার পর তফসিলভুক্ত অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখতে গত ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করছে।

সর্বশেষ খবর