শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ভারত সফরের প্রস্তুতিতে নামছে টাইগাররা

টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

ভারত সফরের প্রস্তুতিতে নামছে টাইগাররা

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে গত সোমবার ধর্মঘট ডেকেছিলেন সাকিব, তামিম, মুশফিকরা। বর্জন করেছিলেন ভারত সফরের ক্যাম্পও। ক্রিকেটারদের অনড় অবস্থানের মুখে ২৪ ঘণ্টা পর পাল্টাপাল্টি অবস্থান নেয় বিসিবি। ক্রিকেটার ও বিসিবির পাল্টাপাল্টি অবস্থানে থমকে গিয়েছিল দেশের ক্রিকেট। দুই দিন চরম উৎকণ্ঠার পর বুধবার দুই পক্ষের আলোচনায় সমস্যার সমাধান হয়। ক্রিকেটারদের দাবিগুলোর ৯টি মেনে নেয় বিসিবি। ধর্মঘট প্রত্যাহার করেন ক্রিকেটাররা। সমস্যার সমাধান হওয়ায় ক্রিকেটাররা আজ মাঠে নামছেন। আজ ভারত সফরের ক্যাম্প শুরুর কথা। আগামীকাল জাতীয় ক্রিকেটের তৃতীয় রাউন্ড খেলতে নামবেন ক্রিকেটাররা। কোনো ধরনের আগাম সংবাদ না জানিয়েই ১১ দফা  দাবি পেশ করেন সাকিবের নেতৃত্বাধীন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। দাবিগুলো সম্পর্কে মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ক্রিকেটারদের দাবিগুলো আগেই মেনে নেওয়া হয়েছে এবং বাকিগুলো নিয়ে কাজ করা হচ্ছে। ক্রিকেটাররা ক্যাম্প বর্জন করলেও নির্ধারিত সময়েই ভারত সিরিজ হবে বলে জানান। ক্রিকেটারদের তিনি ধমকের সুরে কথা বললে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে ভারত সফর যাবেন সাকিবরা। সেখানে টি-২০ খেললেও টেস্ট নাও খেলতে পারেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। কোমরের ইনজুরির জন্য তিন মাস ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনকে।

সর্বশেষ খবর