শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দুই রাজ্য নির্বাচনে আসন কমেছে বিজেপির

নয়াদিল্লি প্রতিনিধি

লোকসভা নির্বাচনের পর এই প্রথম ভারতের রাজ্য বিধানসভা নির্বাচনে শাসক মোদি-অমিত শাহর বিজেপি জোর ধাক্কা খেয়েছে। ‘ভারতের আর্থিক রাজধানী’ নামে পরিচিত মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ফের ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু রাজধানী দিল্লির উপকণ্ঠে অবস্থিত হিন্দি বলয়ের হরিয়ানায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এখানকার ফল ত্রিশঙ্কু হতে চলেছে। এ রাজ্যে কে সরকার গড়বে তা এখনো নিশ্চিত নয়। এ ছাড়া বিভিন্ন রাজ্যে বিধানসভার যে ৫১টি আসনে উপনির্বাচন হয়েছে তাতেও বিজেপি ধাক্কা খেয়েছে। এ ফল বিজেপিকে এতটাই বিচলিত করেছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারি অনুষ্ঠান বাতিল করে ফল বিশ্লেষণ শুরু করেছেন এবং চেষ্টা করছেন কী করে হরিয়ানায় সরকার গঠন করা যায়। ভারতের সব কটি বুথফেরত জরিপ (এক্সিট পোল) বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই শুধু দেখায়নি, বিরোধী কংগ্রেস দল প্রায় নিশ্চিহ্ন হবে বলে পূর্বাভাস দিয়েছিল। সেই জরিপ ভুল প্রমাণিত করে কংগ্রেস আশানুরূপ ভালো ফল দেখিয়েছে। বলা হচ্ছে, এটা কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর নেতৃত্বের কৃতিত্ব। এমনকি কংগ্রেস বাকি বিরোধী আঞ্চলিক দলের সমর্থন নিয়ে হরিয়ানায় সরকার গঠনের স্বপ্ন দেখতে শুরু করেছে। মহারাষ্ট্রে বিধানসভার মোট ২৮৮টি আসনের মধ্যে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বিজেপি ও শিবসেনা জোট পেতে চলেছে ১৫৭টি। গতবারের তুলনায় ২৮টি কম। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদের শিবসেনার মর্জির ওপর নির্ভর করে থাকতে হবে। সে তুলনায় সব জরিপ ভুল প্রমাণিত করে কংগ্রেস-এনসিপি জোট পেয়েছে ১০৩ আসন, গতবারের তুলনায় ১৮টি বেশি। এ নির্বাচনে এবার চমক হরিয়ানার ফল। সবাই ধরে নিয়েছিল, এখানে বিজেপির বিপুল বিজয় ঘটবে। তা হয়নি। উপরন্তু কংগ্রেসের উত্থান ঘটেছে। হরিয়ানার মোট ৯০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৩৯টি। সংখ্যাগরিষ্ঠতার থেকে কম। কংগ্রেস পেয়েছে ৩২টি। গতবারের থেকে ১৭টি বেশি। অন্যান্য আঞ্চলিক দল পেয়েছে বাকি আসন। এর মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী চৌতালার দল পেয়েছে ১০টি আসন। এরাই শেষ পর্যন্ত স্থির করবে কে সরকার তৈরি করবে। ইতিমধ্যে হরিয়ানার কংগ্রেস নেতা সাবেক মুখ্যমন্ত্রী ভুপিন্দার সিং হুডা অন্যান্য বিজেপিবিরোধী দলের কাছে আবেদন করেছেন মিলিতভাবে সরকার তৈরি করতে। সে আলোচনা চলছে। এখনো ভোট গণনা চলছে। এসব সম্ভাবনা ভোটের ফল-গতিপ্রকৃতি দেখে বিশ্লেষণ।

সর্বশেষ খবর