শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কেউ বিরূপ নয়, সবার সন্তোষ : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নুসরাত হত্যা মামলায় ১৬ জনের ফাঁসি হয়েছে। দ্রুততার সঙ্গে বিচারকার্য সম্পাদন হয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে আমরা স্বস্তি প্রকাশ করছি। রায় নিয়েও কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি। আমার মনে হয়, তার পরিবারও সন্তুষ্ট হবে। ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায় ঘোষণার পর গতকাল সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের। ক্যাসিনোকান্ডে আলোচিত ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকার যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমার মনে হয় বোর্ড মিটিং যখন হবে, এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। আমি বিসিবির সভাপতির সঙ্গে আলাপ করব, যাকে গ্রেফতার করা হয়েছে, এখনো তাকে বোর্ডে রাখার কোনো যৌক্তিকতা নেই। ক্রিকেটারদের ধর্মঘট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যেটা ঘটে গেছে সেটার সমাধান হয়েছে শান্তিপূর্ণ ও সম্মানজনক। আমার সঙ্গে সাকিব আল হাসানেরও কথা হয়েছে, তিনি এই সমাধানে সন্তুষ্ট হয়েছেন। দেরিতে হলেও সমাধান হওয়ায় সারা জাতি স্বস্তি পাচ্ছে। কিছু দিন পরেই ভারত সফর। এ সময় ক্রিকেটারদের ধর্মঘট, এটা নিয়ে অনেকের মনেই শঙ্কা ছিল, অস্বস্তি ছিল। কাজেই দেরিতে হলেও বিষয়টির সমাধান হওয়ায় তা স্বস্তিদায়ক হয়েছে। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ক্রিকেটারদের সঙ্গে আমাদের নেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক, তারা তার পরিবারেরর সদস্যের মতো। তাদের যে কোনো সমস্যায় তারা নেত্রীর দ্বারস্থ হন, তিনি সমাধান করেন। যেহেতু এখানে একটা সমস্যা হয়েছে। এখানে কার কতটা দোষ এবং এখানে কোনো প্রকার অশুভ উদ্দেশ্য কারও আছে কিনা, সে বিষয়টির খোঁজ রাখা হচ্ছে।

সর্বশেষ খবর