শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রায়ে পুলিশকে ছাড় : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের বিচারের রায়ে পুলিশ সদস্যদের ছাড় দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নুসরাত হত্যাকান্ডের বিচারের রায়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়নি। এখানেই প্রমাণিত হচ্ছে যে, এই সরকার পুলিশের ওপর নির্ভরশীল। সেজন্য তারা (সরকার) তাদেরকে এসব কাজ থেকে ছাড় দিয়ে যাচ্ছে। এই সরকার তো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। তারা জোর করে ক্ষমতায় আছে। এ জন্যই তারা এই ধরনের দুর্বৃত্তায়ন করছে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বেলা ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানে স্ত্রী রাহাত আরা বেগমসহ ঢাকায় অবতরণ করেন মির্জা ফখরুল। বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, এস এম জাহাঙ্গীর, শায়রুল কবির খান, মো. ইউনুস আলী, তরুণ দে প্রমুখ। গত ৩ অক্টোবর চিকিৎসার জন্য তিনি তার সহধর্মিণীকে নিয়ে সিঙ্গাপুর যান। সেখানে র‌্যাফেলস হসপিটালে তিনি চিকিৎসা নেন। সেখানে তার ঘাড়ের ইন্টারন্যাশ ক্যারোটিভ আর্টারিতে যে ব্লক রয়েছে তার পরীক্ষা করতে এনজিওগ্রাম করা হয়। এরপর তিনি অস্ট্রেলিয়াতে যান। সেখানে তার মেয়ের সঙ্গেও সময় কাটান। এ ছাড়াও সেখানে তিনি এশিয়া প্যাসিফিক  ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) বৈঠকে যোগ দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংস্থার ভাইস চেয়ারম্যান। মির্জা ফখরুল বলেন, বুয়েটের আবরার ফাহাদ হত্যার যে ঘটনা-এটা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এটা ক্ষমাহীন একটা অপরাধ। এর জন্য আমি সম্পূর্ণভাবে সরকারকে দায়ী করব। তাদের প্রশ্রয়ে এসব সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে। নির্বাচন সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, মেননকে ধন্যবাদ দিই এ জন্য যে, এতদিন পর তিনি সত্য কথা বললেন। এরপর সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করা। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচন করে এই সংকটের সমাধান করা যেতে পারে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের পরিচালিত শুদ্ধি অভিযান কী রকম দেখছেন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘এই শুদ্ধি অভিযান সম্পূর্ণভাবে আইওয়াশ বলে আমি মনে করি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর