রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বেপরোয়া চালানোয় গেছে ৯ প্রাণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বেপরোয়া বাস চালকের কারণেই মুন্সীগঞ্জে গত শুক্রবার সড়ক দুর্ঘটনা ঘটে এবং এতে প্রাইভেট মাইক্রোবাসের চালকসহ ৯ বরযাত্রী নিহত হন বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা বলছেন, ঘটনার সময় যাত্রীবাহী স্বাধীন পরিবহন বাসটির গতি ছিল বেপরোয়া। এদিকে নিহত ৮জনের মরদেহ গতকাল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার বটতলা নিজ গ্রামে দাফন করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার কনকসার বটতলা গ্রামের বাহ্মণগাঁও উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে হলদিয়া সাতঘড়িয়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। অপর নিহত মাইক্রোবাস চালক  বিল্লালকে (২৭) তার নিজ গ্রাম শ্রীনগরের বেজগাঁওয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার সময় লৌহজংয়ের কনকসার গ্রামে বইছিল শোকের মাতম। সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে বর রুবেল কোনো মতেই মেনে নিতে পারছিলেন না এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি। তিনি শুধুই প্রলাপ বকছিলেন আর বলছিলেন, ‘আমি কেন এই নিষ্ঠুর পরিণতির শিকার হলাম। আমাকে কেন আল্লাহ এত বড় শাস্তি দিলেন।’ এ দিকে সড়ক দুর্ঘটনার বিষয়ে কোনো লোক মামলা করতে না চাইলে স্থানীয় থানা পুলিশ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার জানান, তিনি এবং জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য নেওয়া হয়েছে। তাদের মতে, যাত্রীবাহী স্বাধীন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৮১৯৪) চালকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে।

সর্বশেষ খবর