রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইনিংস হারের অপেক্ষা

ক্রিকেট ‘নগরী’ কলকাতায় ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ক্রিকেট উৎসবের ‘মঞ্চ’ ইডেনে এবার ইনিংস হারের শঙ্কায় ভুগছেন মুমিনুলরা। তবে টানেলের শেষ প্রান্তে একচিলতে আলোর দেখার মতো এখনো ক্ষীণ একটি সম্ভাবনা রয়েছে। সেটা ম্যাচ বাঁচানোর নয়, ব্যবধান কমানোর। এজন্য বীর সেনাপতি হয়ে আজ ব্যাট চালাতে হবে ৫৯ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিমকে। সাবেক অধিনায়ককে যোগ্য সহযোগিতা দিতে হ্যামস্ট্রিংয়ের টান নিয়েই হয়তো নামতে পারেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুই টাইগার ক্রিকেটার যদি ১৮ বছর আগে ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের মতো অবিশ্বাস্য জুটি গড়েন, তাহলে মিরাকল কিছু হতেই পারে! এজন্য মুশফিক ও মাহমুদুল্লাহকে শুরুতেই টপকাতে হবে ৮৯ রান। তাহলেই ইনিংস হার এড়াবে বাংলাদেশ। আজ তৃতীয় দিন ৬ উইকেটে ১৫২ রান নিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। নন্দনকানন ইডেনে গোলাপি বলের ঐতিহাসিক টেস্টের প্রথম দিনেই ম্যাচ থেকে ছিটকে পড়েছিলেন টাইগাররা। ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ সামির গতি, বাউন্স ও সুইংয়ে নাকাল হয়ে গুটিয়ে গিয়েছিল ১০৬ রানে। জবাবে অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ২৪১ রানে পিছিয়ে মুমিনুল বাহিনী ফের ইশান্তের তোপে পড়ে। এক পর্যায়ে ইশান্তের সুইং, গতি ও বাউন্সে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে পথচ্যুত হয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মুশফিক ও মাহমুুদুল্লাহ চতুর্থ উইকেটে জুটি গড়ে স্বপ্ন দেখাতে থাকেন দলকে। কিন্তু দলীয় ৮২ রানে হ্যামস্ট্রিংয়ে টান পড়লে মাঠ ছাড়েন ৪১ বলে ৩৯ রানের ইনিংস খেলা টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ। সতীর্থের বিদায়ের পর একাই লড়াই করতে থাকেন মুশফিক। কখনো মেহেদী হাসান মিরাজ, কখনো তাইজুল ইসলামকে নিয়ে লড়াই করেন মুশফিক। দুজনকে নিয়ে স্কোর কার্ডে যোগ করেন ৭০ রান। এর মধ্যেই সাবেক অধিনায়ক তুলে নেন ৬৯ টেস্ট ক্যারিয়ারের ২১ নম্বর হাফসেঞ্চুরি। ৫৯ রানের হার না মানা ইনিংসটি খেলেন ৭০ বলে ১০ চারে। আজ কোথায় গিয়ে থামবেন মুশফিক, এর ওপর নির্ভর করছে বাংলাদেশের হার।

বাংলাদেশকে প্রথম ইনিংসে গুঁড়িয়ে দিতে অগ্রণী ছিলেন ইশান্ত। নিয়েছিলেন ২২ রানে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৪ উইকেট নেন। বাংলাদেশের দুই ইনিংসে ১৬ উইকেটের সবকটিই শিকার করেছেন ভারতের তিন পেসার। ইন্দোরে ২০ উইকেটের ১৪টি নিয়েছিলেন ইশান্ত-যাদব-সামি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর