রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মিয়ানমারকে দায়িত্বশীল আচরণের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক

মিয়ানমারকে দায়িত্বশীল আচরণের আহ্বান

বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতা ও উদারতার পরিচয় দিয়েছে জানিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। গতকাল রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে বান কি মুন এ আহ্বান জানান। বিকালে আর্মি স্টেডিয়ামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের একটি সমাবর্তনে অংশগ্রহণ শেষে বান কি মুন সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন। বৈঠক শেষে বান কি মুন বলেন, ‘রোহিঙ্গা ইস্যু বিশ্বের জন্য খুবই মর্মান্তিক ও দুঃখজনক একটি ঘটনা। আমি যখন জাতিসংঘের মহাসচিব ছিলাম এবং আমার দায়িত্ব শেষে সব সময়ই আমি এ সংকটের সমাধান চেয়েছি। এ বিষয়ে বিশ্বনেতাদের সহায়তা চেয়েছি এবং এখনো চাচ্ছি। একই সঙ্গে আমি মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিবেদন জানাচ্ছি, ইতিবাচক পরিবেশ সৃষ্টি করুন যাতে রোহিঙ্গারা নিজের দেশ মিয়ানমারে ফিরে যেতে সাহস পায়। কেননা এ সংকটের সমাধান মিয়ানমারের কাছেই। মিয়ানমারকে এ সংকটের সমাধান করতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মহান মানবতা ও উদারতার পরিচয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের একার পক্ষে এ দায়িত্ব সামলানো কঠিন। তাই এ সংকট সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে। মিয়ানমারকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’ রোহিঙ্গা সংকট দূরকরণে রাজনৈতিক সমাধান জরুরি বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘের সাবেক মহাসচিব বলেন, ‘বাংলাদেশের একার পক্ষে এ দায়িত্ব সামলানো কঠিন। তাই এ সংকট সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে। মিয়ানমারকে দায়িত্বশীল আচরণ করতে হবে। রোহিঙ্গা সংকট দূর করতে রাজনৈতিক সমাধান জরুরি।’ পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে খুবই স্বল্পসময়ের জন্য বৈঠক হয়েছে জানিয়ে বান কি মুন বলেন, ‘বৈঠকে আমরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কীভাবে মোকাবিলা করছে সে বিষয়ে আলোচনা করেছি।’

সর্বশেষ খবর